সিংগাইরে অবৈধভাবে মাটি কাটায় চারজন গ্রেপ্তার

মানিকগঞ্জের সিংগাইরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিংগাইর উপজেলার দক্ষিণ বলধারা গ্রামের মো. সোহেল রানা, মিতরা গ্রামের মো. বাবু, বালিয়াডাঙ্গা গ্রামের মো. রমজান আলী ও স্বরুপপুর গ্রামের মিজানুর।
ওসি মিজানুর ইসলাম বলেন, সিংগাইরের চারিগ্রাম ইউনিয়নের বিভিন্ন জায়গায় অবৈধভাবে মাটিকাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেপ্তার করা হয়। এসময় মাটি বহনকারী একটি ড্রাম ট্রাক ও দুইটি মাহিন্দ্র গাড়ি আটক করা। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৮এপ্রিল/এসএ)

মন্তব্য করুন