সুনামগঞ্জে ভিজিএফের ৬৫ বস্তা চালসহ আটক ৩

  প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২৩, ১২:১৩
অ- অ+

সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলায় ভিজিএফের ৬৫ বস্তা চাল পাচারকালে চালসহ তিনজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, উপজেলার দোয়ারাবাজার সদর ইউনিয়নের মুরাদপুর গ্রামের আলতাব আলীর পুত্র জাফর আলী (৫৫), একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলীর পুত্র মনির হোসেন (২২) ও গাড়ির চালক নরসিংপুর ইউনিয়নের ঘিলাছড়া গ্রামের আবুল হোসেনের পুত্র জাবেদ হোসেন (২৪)

মঙ্গলবার বিকালে উপজেলার নরসিংপুর ইউনিয়ন পরিষদ থেকে ৬৫ বস্তা ভিজিএফের চাল পাচারকালে কয়েকজন ইউপি সদস্য মিলে তাদের আটক করেন। তারা হলেন, নরসিংপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য ইস্রাইল আলী, ৩ নম্বর ওয়ার্ড সদস্য ফায়েজ আহমদ, ৬ নম্বর ওয়ার্ড সদস্য মো. নুরুল আমিন তিনজন ইউপি সদস্য।

ইউপি সদস্যরা চাল আটকের পর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মোবাইল ফোনে বিষয়টি অবগত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ মুর্শেদ মিশু চাল ভর্তি পিকআপ কার্যালয়ে নিয়ে যাওয়ার জন্য বলেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ মুর্শেদ মিশু প্রত্যেককে জিজ্ঞাসাবাদে পর আটক তিনজনকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করেন।

চাল বিক্রি করার অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুদ্দিন আহমদ জানান, এই চাল উপকার ভোগী লোকজন বিক্রি করে দেয়। কারণ হিসাবে তিনি জানান, এলাকার লোকজন সিদ্ধ চাউলের ভাত খেতে পারে না। মঙ্গলবার সকালেও ট্যাগ অফিসার দস্তগত দিয়ে চলে যান। পরে আমরা চাল বিতরণ করি।

চালসহ তিনজনকে আটকের সত্যতা নিশ্চিত করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ মুর্শেদ। তিনি জানান, আটককৃতদের দোয়ারা বাজার থানায় সোপর্দ করা হয়েছে। এই বিষয়ে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল নিখোঁজ ২ ভাইয়ের মরদেহ
তাপপ্রবাহ থেকে সুরক্ষিত থাকতে যেসব নির্দেশনা দিল স্বাস্থ্য অধিদপ্তর
ঢাকাসহ ৫৬ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আট জেলায় তীব্র
দাবা খেলা নিষিদ্ধ করলো আফগানিস্তান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা