আশুলিয়ায় কর্মস্থলে যাওয়ার পথে নারী পোশাকশ্রমিককে ছুরিকাঘাতে হত্যা

সাভারের আশুলিয়ায় কুইন্স খাতুন (৩৯) নামে এক নারী পোশাক শ্রমিককে প্রকাশ্যে রাস্তার মাঝে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। নিহতের স্বজনের দাবি, পারিবারিক কলহের জেরে তার সাবেক স্বামী হত্যাকাণ্ড ঘটিয়েছে।
বুধবার সকালে আশুলিয়ার জামগড়ায় এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত কুইন্স খাতুনের গ্রামের বাড়ি নওগাঁ জেলার সদর থানার ফতেপুর এলাকায়। তার বাবার নাম মো. কুদ্দস মিয়া। বর্তমানে তিনি আশুলিয়ার কাঠালতলা এলাকায় ভাড়া থেকে। স্থানীয় এনভয় নামে একটি গার্মেন্টসে অপারেটর পদে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাসা থেকে বের হয়ে কারখানায় যাওয়ার পথে তাকে রাস্তার মাঝে এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করে পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মামা বিল্লাল হোসেন বলেন, আমাদের এলাকার আজাদ নামে একজনের সঙ্গে আমার ভাগনীর বিয়ে হয়েছিল। কিন্তু সে নেশাগ্রস্ত হওয়ায় এক বছর আগে তাদের ডিভোর্স হয়ে যায়। এরপর থেকে বিভিন্ন সময় আজাদ আমার ভাগ্নিকে বিরক্ত করে আসছিল। আজকে সেই আজাদই আমার ভাগনিকে ছুরিকাঘাত করে হত্যা করেছে।
এ বিষয়ে আশুলিয়া থানার এসআই নোমান সিদ্দিকী বলেন, নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাবেক স্বামীর হাতে হত্যার শিকার হয়েছেন ওই পোশাকশ্রমিক। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
(ঢাকাটাইমস/১৯এপ্রিল/এআর)

মন্তব্য করুন