মেলান্দহে বিএনপির ঈদ উপহার বিতরণ

জামালপুরের মেলান্দহে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে মেলান্দহ উপজেলা ও পৌর বিএনপির সহযোগিতায় কেন্দ্রীয় বিএনপির সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুলের সৌজন্যে ঈদ উপহার সামগ্রী) বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) মেলান্দহ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই ঈদ উপহার বিতরণ করা হয়। এসময় অসচ্ছল ও দরিদ্র ৫শত পরিবার এবং ১'শ পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল।
সংক্ষিপ্ত বক্তব্যে মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, বাজারে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতিতে দেশের ৯৫ ভাগ মানুষ দুর্বিসহ জীবনযাপন করছে। এই রমজানের মধ্যে সাধারণ মানুষ স্বস্তিতে ঈদের কেনাকাটাও করতে পারছে না। এ অবস্থা থেকে পরিত্রাণে দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া সকল রাজনৈতিক বন্দিদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
অন্যান্যদের মধ্যে মেলান্দহ উপজেলা উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল আলম সিদ্দিক, পৌর বিএনপির সদস্য সচিব মনোয়ার হাওলাদারসহ অন্যন্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমমস/২০এপ্রিল/এসএ)

মন্তব্য করুন