টাকা ও বকেয়া ভাড়া নিয়ে বিরোধ
গাজীপুরে বাড়ির মালিক হত্যায় তিনজন গ্রেপ্তার

গাজীপুরের কাশিমপুর এলাকায় বাড়ির মালিক মনোয়ারা বেগম রেখাকে হত্যার অভিযোগে এক দম্পতিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) একটি দল। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জাকির হোসেন, তার স্ত্রী হাবিবা চৌধুরী এবং আরিফ ভুঁইয়া।
বৃহস্পতিবার সন্ধ্যায় জিএমপির গণমাধ্যম শাখার উপ-কমিশনার (ডিসি) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নিহত মনোয়ারা বেগম ওরফে রেখা গাজীপুর জেলার কাশিমপুর থানার তেতুইবাড়ী গ্রামের আব্দুল মান্নান বেপারীর মেয়ে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী মনোয়ারা বেগম ওরফে রেখা তার পনের বছর বয়সী মেয়ে মোছাম্মৎ রশিদা আক্তারসহ তার বাবার বাড়িতে বসবাস করতেন। ভুক্তভোগী মনোয়ারার সঙ্গে বাসা ভাড়ার বকেয়া টাকা ও আর্থিক লেনদেন বিষয়ে তাদের বাসার ভাড়াটিয়া জাকির হোসেন ও তার স্ত্রী হাবিবা চৌধুরী দম্পতির ঝামেলা চলছিল। গত ১৫ এপ্রিল সকাল ১০টার দিকে রেখা তার বাসা থেকে নিখোঁজ হন। পরবর্তীতে তার মোবাইলে ফোন করে তার খোঁজ না পাওয়া গেলে ১৬ এপ্রিল কাশিমপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। ইতোমধ্যে ১৬ এপ্রিল রাত নয়টার দিকে ভাড়াটিয়া জাকির হোসেন ও হাবিবা চৌধুরী দম্পতির ভাড়া বাসা থেকে দুর্গন্ধ বের হয়। পরে তারা দুজনই মোবাইল ফোন বন্ধ করে বাসা থেকে পালিয়ে যান। পরে রেখার স্বজনরা সন্দেহবশত ওই ভাড়াটিয়া দম্পতির বাসার তালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে খাটের পাশে বস্তাবন্দী অবস্থায় রেখার অর্ধগলিত লাশ থানা পুলিশের সহায়তায় উদ্ধার করেন। এ ঘটনায় কাশিমপুর থানায় একটি হত্যা মামলা করা হয়। কাশিমপুর থানার মামলা নম্বর-১৭। তারিখ-১৮-০৪-২০২৩। ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড।
জিএমপি জানায়, এ ঘটনায় মামলা হওয়ার পর থেকে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি), অপরাধ আবু তোরাব মো. শামসুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) রেজওয়ান আহমেদের নেতৃত্বে কাশিমপুর থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে বুধবার সিরাজগঞ্জের শ্যামলীনগর এলাকা থেকে পলাতক আসামি মো. জাকির হোসেন ও তার স্ত্রী মোছা. হাবিবা চৌধুরীকে আটক করে। তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করেন। আর তাদের সাথে অপর পলাতক আসামি আরিফ ভূঁইয়া জড়িত রয়েছেন বলে পুলিশকে জানান। পরে বুধবার দিবাগত রাতে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চন্দনগাঁও এলাকা থেকে আরিফ ভুইয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গ্রেপ্তারকৃত মো. জাকির হোসেন সিরাগঞ্জ জেলার উল্লাপাড়া থানার শ্যামলী গ্রামের মৃত শাহীন শাহের ছেলে, হাবিবা চৌধুরী জাকির হোসেনের স্ত্রী। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার বিজেশ্বর গ্রামের মৃত আব্দুল কুদ্দুস চৌধুরীর মেয়ে আর আরিফ ভুঁইয়া চট্টগ্রাম জেলার সন্দীপ থানার কালাপানিয়া গ্রামের সেলিম ভূঁইয়ার ছেলে।
ঢাকাটাইমস/২০এপ্রিল/এএ/ইএস

মন্তব্য করুন