রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরত পাঠাতে প্রক্রিয়া চলমান আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আজ শনিবার সকালে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহে ঈদের জামাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে যে ১১ লাখ রোহিঙ্গা পড়ে আছে তারা ঠিকমতো ঈদ করছে না। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান আছে এবং আমরা বেশ জোর দিচ্ছি যাতে তারা শিগগিরই তাদের ভূমিতে যেতে পারে।’
‘এ ব্যাপারে বিশ্বের সব দেশের সহযোগিতা চাওয়া হয়েছে। আশা করছি দ্রুত রোহিঙ্গারা তাদের দেশে ফিরবে।’ যোগ করেন পররাষ্ট্রমন্ত্রী।
(ঢাকাটাইমস/২২এপ্রিল/এফএ)

মন্তব্য করুন