‘আলোকিত কোরআন’ চ্যাম্পিয়ন হাফেজ নাজমুল

ঢাকাটাইমস ডেস্ক
| আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ১৩:২৯ | প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২৩, ১৯:৩৮

বেসরকারি টেলিভিশন আরটিভি আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতা ‘জিপিএইস ইস্পাত আলোকিত কোরআন’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন হাফেজ নাজমুল হাসান নাঈম। প্রথম রানার্স আপ হয়েছেন হাফেজ আবদুর রহমান।

এছাড়া তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান অর্জন করেন হাফেজ হামিদ সরদার, হাফেজ মহিবুল্লাহ মাসুম হাফেজ আফ্ফান বিন সিরাজ। কয়েক হাজার প্রতিযোগীর মধ্যে যাচাই-বাছাই শেষে সেরা ৫জন উঠে আসে গ্রান্ড ফিনালের রাউন্ডে।

পুরো আয়োজনে বিচারক হিসেবে সুনিপুণ দক্ষতার সাথে বিচারকার্য সম্পন্ন করেন দেশবরেণ্য ও বিশ্বসেরা হাফেজ ও আলেমরা। পুরো অনুষ্ঠানটি তত্ত্বাবধান ও পরিচালনা করেছে আরটিভি অনুষ্ঠান বিভাগ।

মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী আরটিভির ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ‘জি পি এইচ ইস্পাত আলোকিত কোরআন- ২০২৩’ প্রতিদিন আরটিভির পর্দায় বিকাল ৫টায় সম্প্রচার করা হয়েছে। ওই আয়োজনের সমাপনী অনুষ্ঠান প্রচার হয় ২৭ রমজান বিকাল ৫টায়।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম এমপি, আরটিভির ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, জিপিএইচ ইস্পাতের পরিচালক আশরাফুজ্জামান।

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

ইসলাম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :