‘কুরআন মজীদে নেতৃত্ব’  ও ‘ইসলামের পথ-পরিক্রমা’ বইয়ের মোড়ক উন্মোচন

​​​​​​​ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১১ জুলাই ২০২৪, ১৮:৩৭| আপডেট : ১১ জুলাই ২০২৪, ১৯:৩২
অ- অ+

বিশিষ্ট কবি, সাহিত্যিক, লেখক, গবেষক ও শিক্ষাবিদদের উপস্থিতিতে ‘কুরআন মজীদে নৃতত্ব’ ও ‘ইসলামের পথ-পরিক্রমা’ শীর্ষক দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকালে ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। এতে বিশেষ অতিথি ছিলেন মানারাত ইন্টান্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আব্দুস সবুর খান। সম্মানিত অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক ড. আনোয়ারুল কবির।

অনুষ্ঠানে আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ইরানি ভিজিটিং প্রফেসর ড. মাজিদ পুয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক আহসানুল হাদি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রভাষক ও ‘ইসলামের পথ-পরিক্রমা’ শীর্ষক বইয়ের অনুবাদক তানজিনা বিনতে নূর ও কবি মাহমুদুল হক নিজামী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মির মুহাম্মদী।

অনুষ্ঠানে বক্তারা বই দুটি সম্পর্কে আলোচনায় বলেন, ‘ইসলামের পথ-পরিক্রমা’ মানব ইতিহাসের সর্বাধিক উজ্জ্বলতম অধ্যায়, এটি শুধু ‘ইসলামি সংস্কৃতি’ নামে একটি নতুন বৈশ্বিক সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে মুসলমানদের সাফল্যের জন্যই নয়, বরং বিশ্বব্যাপী তাদের বিজয়ের বিস্তৃতিও এর অন্যতম নেপথ্য কারণ।

বক্তারা বলেন, আত্মিকতা ও মননশীলতার সংকটের বর্তমান যুগে যখন সত্যের ও মানবতার দুশমনরা প্রতি মুহূর্তে বিভিন্ন ধরনের উন্নততম হার্ডওয়ার ও সফটওয়োর উপায়-উপকরণ ব্যবহার করে ক্রমবর্ধমানহারে লেখ্য এবং দর্শনীয় ও শ্রবনীয় প্রচার -উপকরণ ছড়িয়ে দিয়ে বিশ্বের ওপর স্বীয় আধিপত্য বিস্তারের লক্ষে চেষ্টা চালিয়ে যাচ্ছে তখন সত্যান্বেষীদের সুসংবাদ নিয়ে এসেছে কোরআন মজিদে নৃতত্ব শীর্ষক বইটি। এর মাধ্যমে ইসলামের খ্যাতনামা মনীষীগণ বিচারবুদ্ধিজাত ও উদ্ধৃতিযোগ্য জ্ঞানকে কাজে লাগিয়ে ও কোরআন মজীদের জ্ঞানের মহাসমুদ্রে অবগাহন করে নিগূড় সত্যের মনিমুক্তা বিশ্বের মানবসমাজের সামনে পেশ করেছে। বই দুটিতে সত্য ও ন্যায়ের পথে চলার যথাযথ দিক-নির্দেশনা রয়েছে বলে উল্লেখ করেন তারা। -বিজ্ঞপ্তি

(ঢাকাটাইমস/১১জুলাই/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে চিহ্নিত চাঁদাবাজ ফারুক গ্রেপ্তার
আ.লীগের নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ আজ
কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল-ব্যাটারিচালিত ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
তারেক রহমানের নেতৃত্বে সকল চক্রান্তের বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা প্রস্তুত: নীরব 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা