যশোরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২৩, ১৯:২০
অ- অ+

যশোরের শার্শায় মাঠে ধান তোলার সময় বজ্রপাতে আজিজুল ইসলাম (৩৫) নামে এক কৃষক মারা গেছেন।

বৃহস্পতিবার বিকালে উপজেলার পাড়ের কায়বা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

মৃত আজিজুল একই গ্রামের মৃত কামাল সরদার কিনুর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, বৃষ্টিতে যেন ধান নষ্ট না হয় সেজন্য বিকালে আজিজুল তার ভাইসহ ৩/৪ জন ঠ্যাংগামারী বিলের মাঠে নিজেদের জমির ধান গোছাতে যান। তারা মাঠে ধান গোছানো অবস্থায় বজ্রপাত হয়। এতে আজিজুল আহত হন। পাশে থাকা তার ভাই দেখে চিৎকার দেন। তখন স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে বাগআঁচড়ার জোহরা মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখানে চিকিৎসক আজিজুলকে মৃত ঘোষণা করেন।

জোহরা ক্লিনিকের স্বত্ত্বাধিকারী ডা. হাবিবুর রহমান হাবিব বলেন, হাসপাতালে আনার আগেই আজিজুল মারা যায়।

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল নিখোঁজ ২ ভাইয়ের মরদেহ
তাপপ্রবাহ থেকে সুরক্ষিত থাকতে যেসব নির্দেশনা দিল স্বাস্থ্য অধিদপ্তর
ঢাকাসহ ৫৬ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আট জেলায় তীব্র
দাবা খেলা নিষিদ্ধ করলো আফগানিস্তান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা