ঝড়-বৃষ্টির শঙ্কা: কাউয়াদীঘি হাওরের ধান দ্রুত কাটতে মাইকিং

আব্দুল বাছিত বাচ্চু, মৌলভীবাজার
  প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২৩, ২০:২৬
অ- অ+

মৌলভীবাজারের কাউয়াদীঘি হাওর অঞ্চলে দ্রুত বোরো ধান কাটার জন্য সর্তক করে দিনভর মাইকিং করেছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ।

আবহাওয়া বিভাগের তথ্য মতে আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে ওই এলাকায়। কৃষকদের ফসল দ্রুত কেটে নেওয়ার জন্য এমন প্রচারণা চালিয়েছে সংশ্লিষ্ট বিভিগ।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, আকস্মিকভাবে এই অঞ্চলে কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টির হওয়ারিআশঙ্কা রয়েছে। ঊর্ধ্বতন কতৃর্পক্ষের নির্দেশনায় এমন প্রচারণা চালানো হয়।

কাউয়াদীঘি হাওর এলাকার পাচঁগাও ইউনিয়নের মজর মিয়া বলেন, আমরা দুপুরে মাইকিং শোনার পর থেকে ধান কাটায় তৎপর হয়েছি। তবে শ্রমিক সংকট রয়েছে। এখানে পর্যাপ্ত পরিমাণ হারভেস্টার মেশিন নেই।

হাওর অঞ্চলের সোনামপুর গ্রামের আব্দুর রউফ বলেন, এখনো অর্ধেক ধান কাটা বাকি রয়েছে। আমাদের এলাকায় হারভেস্টার মেশিন নেই। শ্রমিকের মজুরি বেশি থাকায় ধীরগতিতে ধান কাটা চলছে। মাইকিং শুনে দ্রুত কাটার চেষ্টা করছি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজার জেলার উপ-পরিচালক ডিডি শামসুদ্দিন আহমেদ মাইকিং করানোর বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, হাওর অঞ্চলের ৯০ ভাগ ধান কাটা শেষ। ঝড় বৃষ্টির আভাস পেয়ে ২-৩ দিনের মধ্যে ধান কাটা শেষ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২৮এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরাইলে আমগাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু 
আ.লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ ব্লকের ঘোষণা এনসিপির
রাঙ্গাবালীতে কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
আপিল বিভাগের অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হলেন ৮৬ আইনজীবী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা