কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ, কৃষককে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ মে ২০২৩, ১৪:৪১

কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে জাকির মোল্লা (৪০) নামের একজন কৃষক নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালের দিকে উপজেলার হোগলবাড়ি ইউনিয়নের কল্যাণপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত জাকির মোল্লা হোগলবাড়ি ইউনিয়নের কল্যাণপুর এলাকার আরব মন্ডলের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, জাকির মোল্লা পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে একই এলাকার আবু মন্ডলের জমি নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে মঙ্গলবার সকালে জাকিরের সঙ্গে আবুর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকদের ধারালো অস্ত্রের আঘাতে তিনি নিহত হন।

এ বিষয়ে হোগলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান সেলিম চৌধুরী বলেন, জমিজমা নিয়ে বেশ কিছুদিন আগে থেকে আবু মন্ডল ও জাকির মোল্লার মধ্যে বিরোধ চলছিল। গতরাতে এলাকার কিশোর গ্যাংদের নিয়ে আবু মন্ডলের লোকজন গভীর রাত পর্যন্ত পিকনিক করেছে। পরে মঙ্গলবার সকালে আবু মন্ডল ও তার লোকজন জাকিরকে কুপিয়ে হত্যা করে।

দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে জাকিরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। অভিযুক্তরা পলাতক রয়েছে।

(ঢাকাটাইমস/২মে/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :