ফরিদপুরে প্রতারক চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ মে ২০২৩, ১৫:১০| আপডেট : ০৬ মে ২০২৩, ১৫:৫০
অ- অ+

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কৌশলে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ও নগদের মাধ্যমে বিভিন্ন প্রতারণার অভিযোগে পাঁচ প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার কার্নিকান্দা গ্রামের ইব্রাহিমের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার বেলা ১১টায় জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সংবাদ সংম্মেলনে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন- মো, ইব্রাহিম আকন, ফাইজুর মাতব্বর, শাহিনুর মাতব্বর, অনিক শিকদার, লিটু মাতব্বর। আটক সবাই ওই এলাকার বাসিন্দা।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হুসাইন জানান, কার্নিকান্দা গ্রামের ইব্রাহিমের বাড়ি থেকে পাঁচ প্রতারককে ৬টি মুঠোফোন ও বিভিন্ন কোম্পানির ১৮টি সিমসহ গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, বিভিন্ন সময় এই চক্রের সদস্যরা কৌশলে সাধারণ মানুষকে কল করে বয়স্ক ভাতা, শিক্ষার উপবৃত্তি, ঈদসহ বিভিন্ন অফার, বিকাশ ও নগদের একাউন্ট সংক্রান্ত বিভিন্ন অজুহাতে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়ে থাকে।

সংবাদ সংম্মেলন শেষে আসামিদের আদালতে পাঠানো হয়।

আরও পড়ুন: মাটি ফেলে করতোয়া নদীর প্রবাহ বন্ধ, বেসরকারি সংস্থা টিএমএসএসের বিরুদ্ধে মামলা

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, ডিবির ওসি রাকিবুল ইসলাম, মো. মামুনুল রশিদ প্রমুখ।

(ঢাকাটাইমস/০৬মে/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তরুণদের নিয়ে আবার গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নামতে হবে: মজনু
সেলিব্রিটি ক্রিকেট লিগে অশ্লীলতা: ৬ মডেল ও ৩ নির্মাতাকে আইনি নোটিশ
জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিলের রায় ১ জুন
প্রতিবন্ধী উন্নয়নে দেশব্যাপী ডাটা সংগ্রহ শুরু, সিলেট সেবাকেন্দ্রে পরিদর্শন টিম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা