পাবনায় বক্তব্য দেওয়া নিয়ে আ.লীগের দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৬

অনলাইন ডেস্ক
| আপডেট : ০৯ মে ২০২৩, ২১:৩৮ | প্রকাশিত : ০৯ মে ২০২৩, ২১:২৭

পাবনায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরবাঙ্গাবাড়িয়ার মুজিব বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, হাবু সরদার (৫০), ইসহাক প্রামানিক (৪৫), মামুন হোসেন (৩০), সেলিম মণ্ডল (৪০), হামিম হোসেন (১২), সবরুল শেখ (৪০)। বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজু মণ্ডল ও সাধারণ সম্পাদক আনিছুর রহমানের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধ ছিল।

সোমবার সন্ধ্যায় হেমায়েতপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বর্ধিত সভা ছিল। সভায় কে বক্তব্য দেবে তা নিয়ে রবিবার সন্ধ্যায় এক বৈঠকে নজু মণ্ডল ও আনিছুর রহমানের বাগবিতণ্ডা হয়। এরই জেরে সভায় আনিছুর রহমান বক্তব্য দিতে শুরু করলে উভয়পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজাদ শেখ বলেন, হেমায়েতপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজু মণ্ডল ও সাধারণ সম্পাদক আনিছুর রহমানের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে চরবাঙ্গাবাড়িয়া বাঁধের দোকানে বসেছিল সাধারণ সম্পাদক আনিছুর রহমানের অনুসারীরা। এ সময় অতর্কিত গুলি করা হলে ৬ জন গুলিবিদ্ধ হয়।

গুলিবিদ্ধ হাবু সরদার বলেন, আগের রাতে আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনায় গোলাগুলির ঘটনা ঘটছে। প্রশাসনের নিকট সুষ্ঠু বিচারের দাবি জানায়।

হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির ওসি আব্দুস সালাম বলেন, সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে।

পাবনা সদর থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, হেমায়েতপুর এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে শুনেছি। তবে কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/৯মে/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :