অ্যাসিড পুশ করে স্বামীকে হত্যা, স্ত্রী ও পরকীয়া প্রেমিক আটক

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১০ মে ২০২৩, ১৯:২২ | প্রকাশিত : ১০ মে ২০২৩, ১৮:১৬

যশোরে পরকীয়া প্রেমিককে সঙ্গে নিয়ে অভিনব কৌশলে স্বামীকে হত্যা করেছে তার স্ত্রী।

মঙ্গলবার সন্ধ্যার পর পরিকল্পিতভাবে প্রথমে ঘুমের ওষুধ সেবন করে অচেতন করে ফেলে স্বামীকে। এরপর মোবাইলের ব্যাটারি থেকে সিরিঞ্জের মাধ্যমে এসিড বের করে স্বামীর বাম হাতের শিরার ভেতর পুশ করে। কিছু সময়ের মধ্যেই স্বামী মারা যান।

পরে স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে বলে চালিয়ে দেন স্ত্রী। তবে শেষ রক্ষা হয়নি তাদের। পুলিশ ও র‌্যাবের পৃথক অভিযানে তাদের দুইজনকেই আটক করা হয়েছে। পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

নিহত জহির হাসান গাজী বকচর হুসতলা এলাকার মৃত হোসেন আলী গাজীর ছেলে। শান্তা কিন্ডারগার্ডেনের ২য় তলায় তিনি পরিবার নিয়ে ভাড়া থাকতেন। আটক স্ত্রী একই এলাকার মৃত শেখ ওমর আলীর মেয়ে ও আটক প্রেমিক শংকরপুরের রবিউল।

স্ত্রীকে আটকের পর বুধবার দুপুর আড়াইটায় কোতোয়ালি থানায় প্রেস ব্রিফিং করে অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান অন্যদিকে প্রেমিককে আটকের পর বিকেল চারটায় র‌্যাব-৬ যশোরের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান।

তাদের তদন্তে উঠে এসেছে পরকীয়ার জেরে স্বামী স্ত্রীর মধ্যে কলহ তৈরি হয়। এক পর্যায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করে।

এদিকে, এ ঘটনায় নিহতের ভাই গাজী শাহনেওয়াজ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন। আটকের পরে আসামিরা ঘটনার বিষয়টি স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। হত্যায় ব্যবহৃত মোবাইল ও মেবাইলের সেই ভাঙা ব্যাটারি, ইনজেকশনে সিরিঞ্জ, ঘুমের ওষুধ ও মোবাইল ফোন উদ্ধার করেছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ও ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) রুপন কুমার সরকার।

(ঢাকাটাইমস/১০মে/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :