ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মহাবিপদের মধ্যে সেলফি: প্রতিমন্ত্রীকে ফোন প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৪ মে ২০২৩, ১৬:০৩

ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে মহাবিপদের মধ্যে দেশের সর্ববৃহৎ সমুদ্রে গিয়ে মানুষের সেলফি তোলার আসক্তি নিয়ন্ত্রণে আনার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড়ের তথ্য নিয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেন, ঘূর্ণিঝড় মোখার তাণ্ডব শুরু হয়েছে। কক্সবাজার ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখানো হয়েছে। এরপরও মানুষকে সমুদ্র সৈকতে গিয়ে সেলফি তুলতে দেখা গেছে। ফলে নিজেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ফোন করেছিলেন।

ডা. মো. এনামুর রহমান বলেন, এই মহাবিপদের মধ্যে মানুষ সমুদ্রপাড়ে আনন্দ করছে, সেলফি তুলছে। এসব নিয়ন্ত্রণে আনার কথা গতকালকে রাত সাড়ে ৯টার সময় ফোনে বলেছেন প্রধানমন্ত্রী। এরপর আমরা ডিসির সঙ্গে কথা বলি। পরে বিজিবি সমুদ্র সৈকত খালি করেছে।

প্রতিমন্ত্রী বলেন, এবারের প্রস্তুতি ও ব্যবস্থাপনা সবচেয়ে ভালো। আশ্রয়কেন্দ্রসহ সব রকমের প্রস্তুতি নেওয়া আছে। পর্যাপ্ত শুকনা খাবার, সুপেয় পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও নগদ টাকা পাঠানো আছে। এছাড়া মহাবিপদ সংকেত ঘোষণার পর সৈকত খালি করা হয়েছে।

তিনি বলেন, এ পর্যন্ত ২০ লাখ নগদ টাকা ও ২০০টন চাল এবং ১৪ টন বিস্কুট বরাদ্দ দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১৪মে/পিআর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

বাসাবোতে ৩ শ্রমিকের মৃত্যু: ভবন মালিক ও ঠিকাদারকে আসমি করে মামলা

সরকারি-বেসরকারি প্রচেষ্টায় আত্মহত্যা নিরসন করা সম্ভব: প্রতিমন্ত্রী সিমিন

আবারও দুদিনের হিট অ্যালার্ট জারি

টুরিস্ট ভিসায় বাংলাদেশিদের ভারত ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি

‘শিল্পের মাধ্যমে পরিবেশের সচেতনতা বৃদ্ধিতে তরুণদের ভূমিকা রাখার আহ্বান’

এআই মানুষের জীবনধারাকে সহজ করলেও এটি সভ্যতার জন্য ঝুঁকি: পলক

স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মন্দির, গির্জা-প্যাগোডায় বিশেষ প্রার্থনা

বঙ্গবন্ধুকন্যা হওয়ায় শেখ হাসিনার কাছে মানুষের প্রত্যাশা বেশি: ড. আনোয়ার

১০ হাজারের বেশি অবৈধ বাংলাদেশিকে দ্রুত ফেরত পাঠাবে যুক্তরাজ্য

বাসাবোতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে যাওয়া আরও এক শ্রমিকের মৃত্যু

এই বিভাগের সব খবর

শিরোনাম :