সাতক্ষীরায় সুপেয় পানি নিশ্চিতের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা শহরের নিম্নআয়ের মানুষের জন্য সুপেয় পানির অধিকার নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম এবং সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি সম্মিলিতভাবে এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, সাতক্ষীরা পৌরসভা সরবরাহকৃত পানি পানের অযোগ্য। পৌরসভা সরবরাহকৃত পানি পান করলে পেটের পীড়া হচ্ছে। পানি ছাড়া যেখানে জীবন অচল, সেখানে সাতক্ষীরার শহরের নিম্নআয়ের মানুষকেও বাধ্য হয়ে পানি কিনে খেতে হচ্ছে। এখনই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া না হলে নিম্নআয়ের মানুষের জীবনে কষ্টের সীমা থাকবে না।
বক্তারা শহরের নিম্নআয়ের মানুষের জন্য সুপেয় পানি সরবরাহ নিশ্চিতের দাবি জানান।
এসময় সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক আজাদ হোসেন বেলালের সভাপতিত্ব বক্তব্য দেন- সদস্য সচিব আবুল কালাম আজাদ, জাসদ নেতা ওবায়দুস সুলতান বাবলু, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, সাংবাদিক শরিফুল্লাহ কায়সার সুমন, উন্নয়ন কর্মী জিএম মনিরুজ্জামান, আহসান রাজীব, প্রকৃতি ও জীবন ক্লাবের মো. আব্দুস সামাদ, জেলা সহ প্রমুখ।
(ঢাকাটাইমস/২১মে/এসএ)

মন্তব্য করুন