ফরিদপুরে মোটরসাইকেলসহ ৪ চোর গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ মে ২০২৩, ১৬:১৫

ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে আন্ত:জেলার মোটরসাইকেল চোর চক্রের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে দুই চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুল্লালহ শেখ, মো. সুমন মোল্যা, মো. নাইমুর রহমান নাইম ও মো. ওহিদুর রহমান। তাদের প্রেত্যেকের বাড়ি বোয়ালমারীর চতুল ইউনিয়নের বিভিন্ন এলাকায়।

শুক্রবার দুপুরে ডিবি পুলিশের প্রেস রিলিসের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।

ফরিদপুর ডিবি পুলিশের অফিসার ইনচাজ মো. রাকিবুল ইসলাম জানান, গোপন খবরে ফরিদপুরের বোয়ালমারীর চতুল ইউনিয়নের বাইখির চৌরাস্তার এলাকায় ডিবি পুলিশের বিশেষ অভিযান চালানো হয়। এসময় দুটি মোটরসাইকেলসহ চোর চক্রের চারজনকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধারকৃত চোরাই মোটরসাইকেল হলো, কালো রংয়ের পালসার, লাল রংয়ের ডিসকভার।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, আসামিরা বিভিন্ন স্থান হতে মোটরসাইকেল চুরি করে কম দামে বিক্রি করে। ধৃত আসামিরা চোরাইকৃত মোটরসাইকেল তাদের হেফাজতে রেখে পরবর্তীতে ইঞ্জিন ও চেসিস নম্বর বিকৃত করে বেশি দামে অন্যের নিকট বিক্রি করে।

এ ঘটনায় ডিবি পুলিশের এসআই মো. ইমানুর হোসেন বাদী হয়ে বোয়ালমারী থানায় মামলা রুজু করে।

(ঢাকাটাইমস/২৬মে/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :