কালিয়াকৈরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ মে ২০২৩, ১৭:৩২
অ- অ+

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইপাস এলাকা থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।

শুক্রবার দুপুরে মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নারীর বয়স আনুমানিক ২৫ বছর।

স্থানীয়রা জানায়, ভোরে ঢাকা-টাঙ্গাইল সড়কের বাইপাস এলাকায় একটি গাড়ি দুর্ঘটনা ঘটেছিল। এরপর সকালে সড়কের পাশে দেখা যায় অচেতন অবস্থায় অজ্ঞাত নারীর লাশ পড়ে আছে। পরে স্থানীয়রা লাশের পরিচয় খোঁজার চেষ্টা করে ব্যর্থ হয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে সালনা হাইওয়ে থানার পুলিশ গিয়ে অজ্ঞাত ওই লাশ উদ্ধার করেন।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, এখনও পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি। আর গাড়িটি অজ্ঞাত থাকায় আটক করা সম্ভব হয়নি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তের পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২৬মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা