প্রথমবারের মতো প্রীতি ম্যাচে ওয়েলসের বিপক্ষে খেলবে দক্ষিণ কোরিয়া

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ মে ২০২৩, ১৯:৫৩
অ- অ+

প্রথমবারের মতো ওয়েলসের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচ খেলবে সন হিউং মিনের দক্ষিণ কোরিয়া। কার্ডিফে অনুষ্ঠিতব্য ম্যাচটি হবে দুই দেশের মধ্যে সিনিয়র পর্যায়ে সিনিয়র দলের প্রথম ম্যাচ। আজ ম্যাচের বিষয়টি নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল এসোসিয়েশন।

আগামী ৭ সেপ্টেম্বর কার্ডিফ সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। চারদিন পর ইউরো ২০২৪ বছাইপর্বের ম্যাচে লাটভিয়ার মোকাবেলা করবে কোচ রব পেজের ওয়েলস। চলতি বছরের শুরুতে দক্ষিণ কোরিয়ার কোচের দায়িত্ব নিয়েছেন জার্মান কিংবদন্তী জার্গেন ক্লিন্সম্যান। এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে এই ম্যাচটি খেলতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। আগামী বছর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে কাতারে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ।

গত বছর অনুষ্ঠিত কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল ওয়েলস। অপরদিকে আসরের শেষ ষোলর ম্যাচে ব্রাজিলের কাছে ৪-১ গোলে হেরে ছিটকে যায় সনের নেতৃত্বাধীন দক্ষিণ কোরিয়া। এরপরেই দলটির দায়িত্ব ছেড়ে দেন পর্তগীজ কোচ পাওলো বেনটো। তার স্থানে ফেব্রুয়ারিতে দায়িত্ব নেন ক্লিন্সম্যান।

(ঢাকাটাইমস/২৯মে/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তুরস্কের তৈরি ৩০০-৪০০ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান, দাবি ভারতের
আট মাসেও অগ্রগতি নেই বাকৃবির গণতদন্ত কমিশনের, ন্যায়বিচার নিয়ে শঙ্কা 
ভারতের বাংলাদেশ সফর ও এশিয়া কাপ হবে না!
স্ত্রীর বাড়ি ছাড়ার গুঞ্জন নিয়ে যা বললেন শামীম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা