মাদারীপুরে মাছের দাম চড়া, সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ মে ২০২৩, ০৯:৪৪

মাদারীপুরে গেলো সপ্তাহের চেয়ে কেজিতে অন্তত ৫০ টাকার বেশি বেড়েছে বিভিন্ন প্রজাতির মাছের দাম। এতে মাছের বাজারে নাভিশ্বাস ক্রেতাদের। এ অবস্থার জন্য অবৈধ সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা।

জেলার বিভিন্ন মাছের বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহে ৩ কেজি ওজনের কাতল বিক্রি হয়েছে ২৫০ থেকে ২৬০ টাকা কেজি। এখন সেই কাতল প্রতি কেজিতে দাম বেড়েছে ১২০ থেকে ১৪০ টাকা। চার কেজি ওজনের বড় রুই প্রতিকেজি গত সপ্তাহে ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হয়েছে। এখন প্রতি কেজি সাড়ে ৩০০ থেকে ৪০০ টাকা বিক্রি হচ্ছে। ৪০০ টাকার গলদা চিংড়ি সাড়ে ৪০০ থেকে ৫০০ টাকায় প্রতিকেজি, ১ হাজার টাকার বড় ইলিশের দাম কেজিতে বেড়েছে ২০০ টাকা। বর্তমানে এক কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৪০০ টাকা।

পুরান বাজারের মাছ বিক্রেতা সজল মালো ঢাকা টাইমসকে জানান, ‘চার কেজি ওজনের চিতলের দাম প্রতিকেজি ৮০০ টাকা। গত সপ্তাহে ছিল সাড়ে ৬০০ থেকে ৭০০ টাকা, গুলশা টেংড়া আগে ছিল সাড়ে ৪০০ এখন ৬০০ টাকা কেজি, সাড়ে ৩ কেজি ওজনের কালি বাউশ আগে ছিল সাড়ে ৩০০ এখন ৫০০ টাকা, ৫০০ গ্রামের ইলিশ সাড়ে ৫০০ টাকা কেজি, আগে দাম ছিল ৪০০ টাকা, চার কেজি ওজনের কাতল সাড়ে ৩০০ টাকা থেকে দাম বেড়ে বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজি।’

আনোয়ার ভূইয়া নামে এক ক্রেতা ঢাকা টাইমসকে বলেন, এভাবে দাম বাড়তে থাকলে আমাদের মাছ না খেয়ে থাকতে হবে। বাজারে সিন্ডিকেটকেটের কারণে এমন হয়’

আরও পড়ুন: শেরপুরের তুলশীমালা পেল জি আই পণ্যের স্বীকৃতি

জেলা কৃষি বিপনন কর্মকর্তা মো. বাবুল হোসেন ঢাকা টাইমসকে বলেন, ‘আমরা প্রতি সপ্তাহে বাজার ব্যবস্থা সঠিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করি। কিন্তু একটু সুযোগ পেলেই বিক্রেতারা দাম বাড়িয়ে ফেলে। তারপরও আমরা চেষ্টা করি বাজার ঠিক রাখতে। মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।’

(ঢাকাটাইমস/৩০/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :