গতানুগতিক উচ্চাভিলাষী লুটপাটের ধারা অব্যাহত রাখার বাজেট: এবি পার্টি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ জুন ২০২৩, ২০:০৪
অ- অ+

আমার বাংলাদেশ (এবি পার্টি) নেতৃবৃন্দ বলেছেন, দেশে দ্রব্যমূল্যের অসহনীয় লাগামহীন ঊর্ধগতি ও যন্ত্রনাদায়ক লোড শেডিংয়ের প্রেক্ষিতে বাজেটের প্রতি জন-মানুষের কোনো আগ্রহ নেই। এবারের বাজেট বরাবরের মতই গতানুগতিক, উচ্চাভিলাষী ও লুটপাটের ধারা অব্যাহত রাখার বাজেট।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ঘোষিত বাজেট প্রস্তাবনার উপর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে এক বিবৃতিতে এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী ও সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু উপরোক্ত প্রতিক্রিয়া জানান।

ঘোষিত বাজেটের উপর দলীয় বক্তব্য তুলে ধরার জন্য ও জনজীবনকে দূর্বিসহ পর্যায়ে পৌঁছানোর প্রতিবাদে আগামীকাল ২ জুন বিকেল ৪ টায় বিজয় নগরস্থ দলীয় কার্যালয় চত্বরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি দেয়া হয়।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেতৃবৃন্দ আরও বলেন, সরকারের ভিতরে গড়ে ওঠা সিন্ডিকেটের ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও জীবনযাত্রার ব্যয় এত বেড়ে গেছে যে, বাজারে গিয়ে সাধারণ মানুষের হার্ট এট্যাক করার মত অবস্থা; বাজেটে এসব নিয়ে কোন নির্দেশনা নাই। ডিজেল ও অকটেনের দাম কমানোর সুযোগ থাকলেও তার কোন ইংগিত বাজেটে নেই।

বিদেশ থেকে পাচার করা অর্থ ফেরত আনার কোন সুনির্দিষ্ট প্রস্তাব নেই। লোড শেডিং বন্ধের বা বিদ্যুৎ চুরি বন্ধের কোন পরিকল্পনার কথা নেই।

(ঢাকাটাইমস/০১জুন/জেবি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এলাকাবাসীর বিক্ষোভ-অবস্থানের মধ্যে অভিযানের সাড়ে ছয় ঘণ্টা পর গ্রেপ্তার সাবেক মেয়র আইভী
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা