আলফাডাঙ্গায় শহিদুল হত্যা: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০২ জুন ২০২৩, ১৬:৪৮ | প্রকাশিত : ০২ জুন ২০২৩, ১৫:১৬

ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রায় এক যুগ আগে আলোচিত শহিদুল ইসলাম হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ইকতার মোল্লাকে (৪৩) গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার রাতে রাজধানীর কদমতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানান।

গ্রেপ্তার ইকতার মোল্লা উপজেলার কোনাগ্রামের মৃত আকরাম মোল্লার ছেলে।

র‍্যাব জানায়, হত্যাকাণ্ডের শিকার মো. শহিদুল ইসলাম ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধুলঝুড়ি গ্রামে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ২০১২ সালের ২৭ জুলাই বিকালে মোটরসাইকেল নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বের হলে ওই দিন রাতে দুর্বৃত্তরা শহিদুলকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে। পরে তাকে কোনাগ্রাম এলাকার রাস্তা সংলগ্ন পাটক্ষেতে রেখে তার মোটরসাইকেলটি নিয়ে পলিয়ে যায়।

ওই ঘটনায় নিহত শহিদুলের চাচা মো. আাক্কাস শেখ বাদী হয়ে ৫ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে ২০১২ সালে ২৮ জুলাই আলফাডাঙ্গা থানায় মামলা করেন। পরবর্তীতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২২ সালে আদালত ইকতার মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডসহ অর্থদণ্ড প্রদান করেন।

আরও পড়ুন: বগুড়ায় পরিত্যক্ত বাড়িতে ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণ

অপরদিকে মামলার পর থেকে আসামি ইকতার মোল্লা রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পলাতক ছিলেন।

(ঢাকাটাইমস/০২জুন/এমআই/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :