দেশের অগ্রগতির জন্য রাজনৈতিক ঐক্য দরকার: বাবলা

ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল করতে পারি, কিন্তু দেশের সার্বিক উন্নয়ন অগ্রগতির জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা। বলেন, ‘জাতীয় পার্টি গণতন্ত্র, উন্নয়ন, অগ্রগতির প্রশ্নে কখনো কোনো আপস করেননি। আগামীতেও করবে না।‘
শুক্রবার নিজ নির্বাচনী এলাকার কদমতলী থানার ৫২ ও ৫৩ নম্বর ওয়ার্ডে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাধ্যমে ১২ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিতব্য মেডিকেল রোড ও তার সংলগ্ন শাখা সড়কের ড্রেনেজ ব্যবস্থা ও সড়কের সার্বিক উন্নয়ন কাজের সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
জাপা নেতা বাবলা বলেন, আশির দশকে পল্লীবন্ধু এরশাদের সহযোগিতা ডেমরা, যাত্রাবাড়ী, শ্যামপুর -কদমতলীতে যেমন ব্যাপক উন্নয়ন করেছি, ঠিক তেমনি, বিগত সাড়ে নয় বছরে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় শ্যামপুর-কদমতলীতে উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রেখেছি।
বাবলা বলেন, বিগত সাড়ে নয় বছরে প্রধানমন্ত্রীর আন্তুরিক সহযোগিতায় ঢাকা-৪ আসনে প্রায় ২২শ’ কোটি টাকার উন্নয়ন কাজ সম্পন্ন করেছি। এছাড়া শুধু ঢাকা দক্ষিণ সিটি করপোশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপসের সহযোগিতায় প্রায় আড়াইশ কোটি টাকার কাজ আমার নির্বাচনী এলাকায় সম্পন্ন হয়েছে। শুধু আমার নির্বাচনী এলাকা শ্যামপুর-কদমতলী নয়, ঢাকাসহ সমগ্র বাংলাদেশের ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে, যা অস্বীকার করার উপায় নেই।
‘আশির দশকেরএমপি থাকা অবস্থায় আমার প্রয়াত নেতা হুসেইন মুহম্মদ এরশাদের সহযোগীয় বুড়িগঙ্গা সেতু, মাতুয়াইলে লক্ষাধিক মানুষের মাঝে নতুন পাইপ লাইলের মাধ্যমে গ্যাস প্রদান, শ্যামপুর শিল্পাঞ্চলের উন্নয়ন, গোলাপবাগ স্টেডিয়াম, সায়েদাবাস বাস টার্মিনাল, শহীদ ফারুক সড়ক নির্মাণসহ বড় বড় উন্নয়নমূলক কাজ এলাকাবাসীর জন্য সম্পন্ন করেছিলাম‘, বলেন জাপার এই কো-চেয়ারম্যান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ৫৩ নম্বর ওয়ার্ডের বিএনপি দলীয় কাউন্সিলর মীর হোসেন মিরু, ৫২ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ দলীয় কাউন্সিলর মো. রুহুল আমিন, সংরক্ষিত আসনের কাউন্সিলর খালেদা আলম, কদমতলী থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ মাসুক রহমান, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দে, স্থানীয় আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম শাহীন, স্বেচ্ছাসেবক লীগ কদমতলী থানার সাধারণ সম্পাদক কাজী সোহেল ও ৫২ নম্বর ওয়ার্ড জাপার সাধারণ সম্পাদক বাবুল হোসেন মিন্টু।
(ঢাকাটাইমস/০২জুন/জেবি/কেএম)
সংবাদটি শেয়ার করুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
রাজনীতি এর সর্বশেষ

আ.লীগ ক্ষমতায় না থাকলে দেশ আবার অন্ধকার যুগে ফিরে যাবে: প্রধানমন্ত্রী

বিএনপির খাল কেটে কুমির আনার চেষ্টা সফল হবে না: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করলেন আ.লীগ নেতা খসরু চৌধুরী

শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপিত

দেশরক্ষা ও ফেতনা সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ঈমানী দায়িত্ব: তথ্যমন্ত্রী

ঈদে মিলাদুন্নবি ও শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আ.লীগের দোয়া মাহফিল

গণতন্ত্রকামী দেশগুলো বাংলাদেশের ওপর কঠিন এবং নিবিড় পর্যবেক্ষণ করছে: আমীর খসরু

আ.লীগ বিরোধীদলে থাকলে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারতো না: সালাম

খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি বারবার জানালেও সরকার শুনছে না: গয়েশ্বর
