টিকটকে অ্যাকাউন্ট খুলেছে আওয়ামী লীগ, ফলো করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ জুন ২০২৩, ২০:২৪| আপডেট : ০২ জুন ২০২৩, ২০:২৮
অ- অ+

ফেসবুক ও ইউটিউবের পর এবার জনপ্রিয় শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে অ্যাকাউন্ট খুলল ক্ষমতাসীন আওয়ামী লীগ।

শুক্রবার দলটির ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তাদের টিকটক পেজে যুক্ত হতে আহ্বান জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের টিকটক অ্যাকাউন্ট ফলো করুন। একই সঙ্গে বন্ধুদের ইনভাইটেশন দিন।

ফেসবুক পোস্টটিতে আওয়ামী লীগের টিকটক অ্যাকাউন্টের লিংক (https://www.tiktok.com/@albdofficial) যুক্ত করা হয়েছে। এ ছাড়া কিউআর কোডও দেওয়া হয়েছে।

এদিকে টিকটকে অ্যাকাউন্ট খোলার বিষয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার পরে আওয়ামী লীগের অফিসিয়াল টিকটক অ্যাকাউন্টটিতে যুক্ত হতে শুরু করেছেন নেতাকর্মী ও সমর্থকরা।

অ্যাকাউন্টটিতে গত দুই দিনে চারটি ভিডিও আপলোড করা হয়েছে।

আওয়ামী লীগ ওয়েব টিম (ALBD Web Team) এর সমন্বয়ক প্রকৌশলী তন্ময় আহমেদ এ ব্যাপারে বলেন, ‘এটা আমাদের সোস্যাল মিডিয়ার অ্যাকটিভিটিজের একটি অংশ। আমরা মূলত ফেসবুক, ইউটিউবে দলের প্রচার প্রচারণায় বেশি অ্যাকটিভ। তবে বিএনপিসহ সরকারবিরোধী বিভিন্ন চক্র টিকটকে অ্যাকাউন্ট খুলে আওয়ামী লীগ বিরোধী নানা অপপ্রচার এবং গুজব ছড়িয়ে যাচ্ছে। যেহেতু নতুন প্রজন্মের অনেকেই, বিশেষ করে টিনেজাররা টিকটকের দিকে আকৃষ্ট, আমরা তাই এই অ্যাকাউন্টের মাধ্যমে ফেসবুক, ইউটিউবের পাশাপাশি প্রচার প্রচারণা করব ও সক্রিয় থাকব।’

ঢাকাটাইমস/২ জুন/জেএ/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক মন্ত্রী কায়কোবাদের বাড়িতে আ.লীগ নেতার হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক
পুশ ইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ করা হবে না: আমিনুল হক 
বেগমগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-মেয়ে নিহত, বাবা আহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা