জগলুল ওয়াহিদ ও আঞ্জু কাপুরের বিয়ে অবৈধ, উত্তরাধিকার পাবেন দুই মেয়ে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জুন ২০২৩, ১৮:২৭
অ- অ+
বাবার বাড়ির সামনে অবস্থান নেন জগলুল ওয়াহিদের দুই মেয়ে। ছবি: সংগৃহীত

ভারতীয় নাগরিক আঞ্জু কাপুরের সঙ্গে ঢাকার জগলুল ওয়াহিদের বিয়ে অবৈধ বলে ঘোষণা করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

জগলুল ওয়াহিদ সঙ্গীতশিল্পী ফেরদৌস ওয়াহিদের বড় ভাই। ২০২০ সালের অক্টোবরে তার মৃত্যু হয়। জগলুলের মৃত্যুর পর তার গুলশানের প্রায় ১০ কাঠা জমির ওপর বাড়িটি দখলে নেন নিজেকে দ্বিতীয় পক্ষের স্ত্রী দাবি করা ভারতীয় নাগরিক আঞ্জু কাপুর।

আদালতের এই রায়ের ফলে জগলুলের সেই বাড়িটিসহ তার সম্পত্তিতে দুই মেয়ে উত্তারিকার পাবেন বলে জানিয়েছেন সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরশেদ।

ঢাকা টাইমসকে তিনি বলেন, হাইকোর্টের রায় অনুযায়ী, মুসলিম উত্তরাধিকার আইনে বাবা জগলুল ওয়াহিদের সম্পত্তি পাবেন তার দুই কন্যা মুশফিকা মোস্তফা ও মোবাশশারা মোস্তফা।

বাবার মৃত্যুর পর গুলশানের বাড়ির সামনে রাস্তায় মুশফিকা ও মোবাশশারা রাস্তায় অবস্থান নিলে সেসময় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরে এ নিয়ে আদালত স্বপ্রণোদিত হয়ে দুই মেয়েকে বাসায় প্রবেশ ও নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেন।

দীর্ঘ শুনানির পর বুধবার হাইকোর্টের এ রায় এল। রায়ে বলা হয়, বিশেষ বিবাহ আইনে জগলুল ওয়াহিদের সঙ্গে আঞ্জু কাপুরের বিয়ে বৈধ নয়। তাই তার করা উইলের বৈধতা নেই। মুসলিম আইন অনুযায়ী তার সম্পত্তি বণ্টন হবে।

(ঢাকাটাইমস/০৭জুন/এএ/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষিদ্ধ সংগঠন কর্মকাণ্ড চালালেই ব্যবস্থা: রেজাউল মল্লিক
শ্রীপুরে পিকআপের ধাক্কায় সিএনজিচালক নিহত
আওয়ামী লীগ নিষিদ্ধের গেজেট প্রকাশের পরই নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি
ভারতের রাফাল ধ্বংসকারী চীনা যুদ্ধবিমান জে-১০সি কিনতে যাচ্ছে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা