ফেনীতে সাত ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

ফেনী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জুন ২০২৩, ১০:০৭| আপডেট : ০৯ জুন ২০২৩, ১০:১১
অ- অ+

ফেনীতে সাত ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে ছাগলনাইয়ায় এ অভিযান পরিচালনা করা হয়।

পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধভাবে ফার্মেন্টেড মিল্কস, রসমালাই, ব্রেড ও বিস্কুট তৈরি, মোড়কজাত ও বিক্রয় করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ এর ৪১ ধারায় ফেনী সুইটসকে দুই হাজার টাকা, ডায়মন্ড সুইটস এন্ড রেস্টুরেন্টকে পাঁচ হাজার টাকা, হীরা সুইটসকে ১৫ হাজার টাকা, ঢাকা বেকারী এন্ড সুইটসকে আট হাজার টাকা, স্টার লাইন সুইটসকে পাঁচ হাজার টাকা ও মৌবন সুইটস এন্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া চমক সুইটস এন্ড রেস্টুরেন্টকে প্রতিষ্ঠানটি ডিজিটাল ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণ না করে বাণিজ্যিক কাজে ব্যবহার করায় একই আইনের ৪৮ ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফখরুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন: সালথায় রুবায়েতের ৪১ মণ ওজনের গরু তোলা হবে কোরবানির হাটে

বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) আরিফ উদ্দিন জানান, জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে।

(ঢাকাটাইমস/০৯জুন/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা