বিয়ামে নতুন ডিজি, বনশিল্প করপোরেশনে নতুন চেয়ারম্যান

বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন অতিরিক্ত সচিব মো. মাহবুব-উল-আলম। বর্তমানে তিনি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে কর্মরত আছেন।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এর আগে ৫ জুন বিয়াম ফাউন্ডেশনের ডিজি আবদুল্লাহ আল হাসান চৌধুরীকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়।
রবিবার তাকে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।আরও পড়ুন>>সপরিবারে সিঙ্গাপুর গেলেন হারুন
সোমবারের প্রজ্ঞাপনে বলা হয়েছে, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) মো. নাসির উদ্দিন আহমেদকে বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মো. মাহবুব-উল-আলমকে বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) করা হলো। এছাড়া জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের পরিচালক (অতিরিক্ত সচিব) ড. নূরুন্নাহার চৌধুরীকে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির এমডিএস এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মুসরাত মেহ্জাবীনকে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হিসেবে পদায়ন করা হয়েছে।
ঢাকাটাইমস/১৩জুন/এসএস/এফএ)

মন্তব্য করুন