গাইবান্ধায় সাংবাদিক নেতাদের সঙ্গে পুলিশের অসদাচরণ, সংগঠনগুলোর উদ্বেগ

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ জুন ২০২৩, ২২:০৫ | প্রকাশিত : ১৫ জুন ২০২৩, ২১:৫৬

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রেসক্লাব গাইবান্ধার সাধারণ সম্পাদক জাভেদ হোসেনসহ কয়েকজন সাংবাদিক নেতার সঙ্গে গাইবান্ধা সদর থানা পুলিশের অসৌজন্যমূলক আচরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সাদুল্লাপুর প্রেসক্লাব, গোবিন্দগঞ্জ প্রেসক্লাব, পলাশবাড়ি প্রেসক্লাব ও ফুলছড়ি উপজেলা প্রেসক্লাব ।

বৃহস্পতিবার (১৫ জুন) গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোপাল মহন্ত ও সাধারণ সম্পাদক রাসেল কবির, পলাশবাড়ি প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম পাতা ও সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম রতন, সাদুল্লাপুর প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম রেজা ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহ আলম জাদু এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, গত ১১ জুন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দৈনিক ঢাকাটাইমস পত্রিকার জেলা প্রতিনিধি ও প্রেসক্লাব গাইবান্ধার সাধারণ সম্পাদক জাভেদ হোসেনসহ কয়েকজন সাংবাদিক নেতার সঙ্গে গাইবান্ধা সদর থানার তিন পুলিশ কর্মকর্তার অসৌজন্যমূলক আচরণ সত্যিই দুঃজনক। যেখানে পুলিশ-সাংবাদিক মিলেমিশে কাজ করার কথা সেখানে যদি সাংবাদিকদের অসৌজন্যমূলক আচরণের শিকার হতে হয় তা মেনে নেওয়া কষ্টকর। এ ঘটনার আমরা তীব্র প্রতিবাদ ও উদ্বেগ জানাচ্ছি।

(ঢাকাটাইমস/১৫জুন/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :