ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

স্বস্তির ঈদযাত্রায় বৃষ্টির বাগড়া

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৮ জুন ২০২৩, ১২:৩৬

আর মাত্র একদিন পর মুসলমানদের বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য গ্রামে দিকে ছুটে মানুষ।

এদিকে ঈদকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে গত দুদিন ধরেই রয়েছে ঘরমুখো যাত্রীদের চাপ। সেই সঙ্গে বেড়েছে যানবাহনের চাপও। তবে এখনো পর্যন্ত কোথাও কোনো তীব্র যানজটের সৃষ্টি হয়নি। যানজট না থাকায় অন্যান্যবারের তুলনায় এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হচ্ছে বলে জানিয়েছেন যাত্রীরা।

তবে স্বস্তির ঈদযাত্রার ভোগান্তি হয়ে দাঁড়িয়েছে বৃষ্টির বাগড়া। বুধবার সকাল থেকেই গুড়িগুড়ি বৃষ্টি হওয়ার ফলে দুর্ভোগে পড়তে হচ্ছে ঘরমুখো যাত্রীদের। তবে বৃষ্টিতে ভিজেই গ্রামে ছুটছে মানুষ।

বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে সরেজমিনে গিয়ে এমনই দৃশ্য লক্ষ্য করা যায়।

পরিবার নিয়ে বাসের জন্য অপেক্ষা করছেন বেসরকারি চাকুরিজীবী আমিনুল ইসলাম। তার সঙ্গে কথা হলে তিনি জানান, মঙ্গলবার অফিস ছুটি দিলেও গুড়ি গুড়ি বৃষ্টির জন্য গ্রামে যাই নি। আজ সকাল থেকে দেখি অবস্থা আরও খারাপ। কি আর করার বৃষ্টিতে ভিজেই গ্রামে যেতে হচ্ছে।

রিয়াজুল হাসান নামের আরেক যাত্রী ঢাকা টাইমসকে জানান, দীর্ঘদিন পর গ্রামে যাওয়া হচ্ছে। তাই নিজের মধ্যে অনেক আনন্দ কাজ করছে। কিন্তু বৃষ্টিতে দুর্ভোগে পড়ে গেলাম। টিকেট কেনা থেকে শুরু করে বাস পাওয়াটাও কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে শিমরাইল ক্যাম্পের ইনচার্জ একেএম শরিফদ্দিন ঢাকা টাইমসকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশে সর্বমোট ৪০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি কমিউনিটি পুলিশ, মোবাইল টিম, হোন্ডা টিম, অ্যাম্বুলেন্স টিম মহাসড়কে ২৪ ঘন্টা নিয়োজিত রয়েছে। পাশাপাশি মহাসড়কের কোথাও কোনো সড়ক দুর্ঘটনা ঘটলে দুর্ঘটনাজনিত যানবাহন দ্রুত মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে এলাকায় একটি রেকার প্রস্তুত রাখা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা যানজট নিরসনে সবসময় নিরলস কাজ করে যাচ্ছি। আশা করছি, অন্যান্যবারের তুলনায় এবার ঘরমুখো মানুষ স্বাছন্দেরই তাদের গন্তব্যস্থলে যেতে পারবেন।

উল্লেখ্য, এবার ঈদুল আজহা উপলক্ষে আগামী বুধ, বৃহস্পতি ও শুক্রবার (২৮, ২৯ ও ৩০ জুন) ছুটি নির্ধারিত ছিল। কিন্তু ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার একদিন ছুটি বাড়িয়ে মঙ্গলবারও সাধারণ ছুটি ঘোষণা করে। এরপর ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি। তাই এবার ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

(ঢাকাটাইমস/২৮জুন/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :