ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০২ জুলাই ২০২৩, ১২:৪৬ | প্রকাশিত : ০২ জুলাই ২০২৩, ১২:২২
ফাইল ফটো

ঈদুল আজহার ছুটি শেষ হয়েছে। আজ রবিবার অফিস-আদালত খুলেছে। তবে বেসরকারি প্রতিষ্ঠান গতকাল থেকেই খুলেছে। ঈদের ছুটি কাটাতে যারা গ্রামের বাড়ি গিয়েছিলেন তারা পরিবার-পরিজনের সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করে আনন্দ শেষে জীবিকার তাগিদে ঢাকায় ফিরছেন।

রবিবার ঈদুল আজহার চতুর্থ দিন রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে গিয়ে কর্মস্থলমুখী মানুষের ঢাকায় ফেরার চিত্র দেখা গেছে।

এদিন সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা আন্তঃজেলা বাসগুলোকে রাজধানীর বাস টার্মিনালে এসে থামতে দেখা যায়। এ সময় বিভিন্ন বাস টার্মিনালের যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে যারা ঢাকায় ফিরছেন তার বেশিরভাগ যাত্রীই ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরেছেন।

সিলেট থেকে ঢাকা ফিরেছেন বেসরকারি চাকরিজীবী শরিফুল ইসলাম। তিনি ঢাকা টাইমসকে বলেন, ‘রাতে ১২টার গাড়িতে উঠেছি। ভোরে এসে রাজধানীর ফকিরাপুল এসে পৌঁছেছি। একটু রেস্ট নিয়ে অফিস করতে বের হবো।’

শাকিল আহমেদ নামে আরেকজন ঢাকা টাইমসকে বলেন, ‘চুয়াডাঙ্গা থেকে আজকে ভোরে এসেছি ঢাকায়। আজ সারাদিন রেস্ট নিয়ে আগামীকাল থেকে অফিস করব।’

তিনি বলেন, ‘বাবা-মা, স্ত্রী-সন্তানকে রেখে এসেছি গ্রামের বাড়িতে। আগামী সপ্তাহে গিয়ে নিয়ে আসব।’

বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। এবার ঈদের ছুটির সঙ্গে মিলিয়ে নির্বাহী আদেশে মঙ্গলবার ছুটি ঘোষণা করা হয়। ঈদের তিন দিনের ছুটি ছিল বুধবার থেকে। শনিবার ছিল সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে পাঁচ দিনের ছুটি ভোগ করেছেন কর্মজীবীরা। সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে পাঁচ দিন কাটিয়েছেন বেসরকারি চাকরিজীবীরাও।

(ঢাকাটইমস/২জুলাই/পিআর/এফএ)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

বনানীতে ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু

অজ্ঞান করে সর্বস্ব লুট, টার্গেট মধ্যবিত্তরা

বিমানবন্দরের সামনে ফ্লাইওভারে প্রাইভেটকারে হঠাৎ আগুন  

ডেঙ্গুতে একদিনে ৩ নারীর মৃত্যু, সবাই ঢাকা দক্ষিণ সিটির

‘আমেরিকান ওয়েলনেস সেন্টারে’র কার্যক্রম বন্ধ ঘোষণা করল স্বাস্থ্য অধিদপ্তর

খালে বর্জ্য ফেললে আইনি ব্যবস্থা: মেয়র আতিক

ড্রেনের মধ্যে বোতল-চিপসের প্যাকেট: নাগরিকদের সচেতন হতে বললেন তথ্য প্রতিমন্ত্রী

সবাইকে টিকার আওতায় আনতে কার্যক্রম জোরদার করবে ডিএনসিসি

২০১৯-এর তুলনায় ২০২৩ সালে ঢাকায় ডেঙ্গু রোগী ৪২ হাজার কম ছিল: মেয়র তাপস

রাজধানীতে ২৪ ঘণ্টায় ২৭ মাদকসেবী ও বিক্রেতা গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :