দিনাজপুরে পুণর্ভবা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

দিনাজপুরে মাছ ধরা দেখতে গিয়ে পুণর্ভবা নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শিশু দুটি সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে দিনাজপুর সদর উপজেলার গবরা পাড়া এলাকায় পুণর্ভবা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত শিশু দু'টি হলো- দিনাজপুর সদর পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের গবরা পাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে সিয়াম (৪) ও একই এলাকার রাহাত বাবুর ছেলে সিফাত (৪)।
এলাকার রাইসুল ইসলাম জানান, বেলা ১১টার দিকে শিশুগুলো বাড়ির পাশে পুনর্ভবা নদীতে মাছ ধরা দেখতে যায়। এ সময় কোনোভাবে তারা নদীতে পড়ে যায়। পরে বেলা সাড়ে ১২টার দিকে শিশু রাইয়ানের মরদেহ নদীতে ভাসতে দেখে এলাকাবাসী উদ্ধার করে। পরে শিশু সিয়াবকে খুঁজে না পেয়ে স্থানীয়রা নদীতে তাকেও খুঁজতে শুরু করে। পরে দুপুর একটার দিকে সিয়াবের মরদেহ নদীতে খুঁজে পাওয়া যায়। উদ্ধারের পর তাদের দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. রফিকুল ইসলাম তাদের মৃত ঘোষণা করেন।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নদীতে ডুবে দুই শিশু মারা যাওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ উপস্থিতি হয়েছিল। কিন্তু কোনো অভিযোগ না থাকায়, মরদেহ স্বজনদের দিয়ে দেওয়া হয়েছে।
(ঢাকাটাইমস/৬জুলাই/এআর)

মন্তব্য করুন