তাড়াশে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু

সিরাজগঞ্জের তাড়াশে পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে বাবা তোফাজ্জল মণ্ডল (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার রাতে উপজেলার সগুনা ইউনিয়নের নওখাদা গ্রামে ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে নওখাদা গ্রামের তোফাজ্জল হোসেন মণ্ডলের প্রথম স্ত্রী রেজদা খাতুনের সঙ্গে পারিবারিক কলহ বাধে। এক পর্যায়ে তোফাজ্জল হোসেন ঘরের মধ্যে রাখা গরু জবাই করা একটি ধারালো ছুরি নিয়ে স্ত্রীর পায়ে কুপিয়ে আহত করে। এ সময় পাশে থাকা তাদের ছেলে বাবুল মন্ডল মায়ের চিৎকারে এগিয়ে এসে বাবার হাত থেকে ছুরি কেড়ে নিয়ে বাবাকে পেটে আঘাত করে। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় স্বামী ও স্ত্রীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তোফাজ্জল হোসেন মারা যান।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ছেলের ছুরিকাঘাতে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বাবা মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার পরপরই ছেলে বাবু মণ্ডল পলাতক রয়েছেন।
তিনি আরও জানান, এ ঘটনায় তাড়াশ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে ও পলাতক ছেলেকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
(ঢাকাটাইমস/০৯জুলাই/এসএ)

মন্তব্য করুন