বগুড়ায় সড়ক অবরোধ করে সিএনজি চালকদের বিক্ষোভ

বগুড়ায় রাস্তার পাশে অবৈধভাবে পার্কিংয়ের অভিযোগে ৫টি সিএনজি চালিত অটোরিকশা আটকের ঘটনায় ঘণ্টাব্যাপী শহরের স্টেশন রোড অবরোধ করে বিক্ষোভ করেছে চালকরা।
রবিবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখা হয়। এ সময় ওই সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের পক্ষ থেকে আটক অটোরিকশা ছেড়ে দেয়ার আশ্বাসে সড়ক থেকে সরে যান তারা।
এর আগে বেলা সোয়া ১২টায় অভিযান চালায় পুলিশ। এ সময় অবৈধ গাড়ি পার্কিং করায় ৫টি সিএনজি চালিত অটোরিকশা আটক করা হয়।
অবরোধকারি সিএনজি চালক হেলাল উদ্দিন বলেন, আমরা এখানে দীর্ঘদিন থেকে সিরিয়ালের মাধ্যমে যাত্রী ওঠা-নামা করছি। হঠাৎ করে ৫টি সিএনজি আটক করে নিয়ে যায় পুলিশ। এ ঘটনার প্রতিবাদে আমরা আন্দোলন করেছি।
বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবীর আহমেদ মিঠু বলেন, ট্রাফিক পুলিশ অন্যায় ভাবে আমাদের শ্রমিকদের ৫টি সিএনজি আটক করে নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে চালকরা রাস্তা অবরোধ করেন। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে বিষয়টির দাবি মেনে নেন। পরে বিক্ষোভ তুলে নেওয়া হয়। তিনি বলেন, এখানে পৌরসভা থেকে টেন্ডার নিয়ে স্ট্যান্ড করা হয়েছে। যার কারণে প্রতিদিন সিএনজি প্রতি ১০ টাকা করে টোল দেওয়া হয় পৌরসভাকে। এরপরেও পুলিশের এমন ভূমিকা নেমে নেওয়ার মত না।
বগুড়া ট্রাফিক ফাঁড়ির টিআই মাহবুবুর রহমান খান বলন, সিএনজি রাস্তার এক পাশে না রেখে তারা রাস্তার দুইপাশে গাড়ি দাঁড় করে রেখেছিল। এজন্য মামলা দেয়া হয়। তাদের ড্রাইভিং লাইসেন্সও নেই কোনো কাগজপত্রও ছিল না। পরে তারা রাস্তা অবরোধ করে।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশীদ বলেন, শহরের স্টেশন রোডে যানজট নিরসনে অবৈধ গাড়ি পার্কিং করায় ৫টি সিএনজি চালিত অটোরিকশা আটক করা হয়। বিক্ষোভকারী চালক ও জেলা মোটর শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনার পর আটক সিএনজিগুলোকে ছেড়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়৷ সন্ধ্যায় শ্রমিক নেতাদের সাথে বৈঠক করে এই বিষয়ে আলোচনা করা হবে।
(ঢাকাটাইমস/৯জুলাই/এআর)

মন্তব্য করুন