সখিপুরে চোরাই মোটরসাইকেলসহ ইউপি সদস্য আটক

শরীয়তপুরের সখিপুরে একটি চোরাই মোটর সাইকেলসহ ইউপি সদস্য খলিলুর রহমান (৪৮) নামে এক চোরকে আটক করেছে পুলিশ।
রবিবার গোসাইরহাট উপজেলার কুচাইপট্রি ইউনিয়নের চরমাইজারী তার নিজ বাড়ি থেকে একটি চোরাই মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়।
আটককৃত খলিলুর রহমান হলেন, গোসাইরহাট উপজেলার কুচাইপট্রি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য ও চর মাইজারী এলাকার আহাম্মদ মালতের ছেলে।
পুলিশ জানায়, গত ৬ জুলাই সখিপুর থানার কাশিমপুর এলাকার একটি বাড়ী থেকে রাতে দুই টি মোটরসাইকেল চুরি হয়ে যায়। পরে মোটরসাইকেল মালিক থানায় অভিযোগ জানালে পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করার জন্য বিভিন্ন স্থানে অভিযান চালাতে থাকে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে, চর মাইজারী গ্রামের খলিলুর রহমান এ কাজের সাথে জড়িত বলে জানা যায়। পরে তাকে আটক করা হয় এবং তার দেওয়া তথ্যমতে তার বাড়ী থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা।এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার ঢাকা টাইমসকে বলেন, চোরাই মোটরসাইকেল সহ খলিলুর রহমান নামে এক চোরকে চরমাইজারী থেকে আটক করা হয়েছে।তার বিরুদ্ধে মোটর সাইকেল চুরির একটি মামলা হয়েছে। তাকে শরীয়তপুর আদালতে প্রেরণ করা হয়।
(ঢাকাটাইমস/১০জুলাই/এআর)

মন্তব্য করুন