লোহাগাড়ায় ১ লাখ গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন এমপি নদভীর

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ জুলাই ২০২৩, ২০:৫২

প্রধানমন্ত্রীর অগ্রাধিকারের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক, চট্টগ্রাম কর্তৃক গৃহীত ‘তেইশ সালে ২৩ লাখ’ গাছের চারা রোপণের উদ্যোগ বাস্তবায়নে চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলা প্রশাসনের এক লাখ গাছের চারা রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পাবলিক হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ'র সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সকল শিক্ষার্থী ও উপস্থিত অতিথিবৃন্দের মাঝে প্রায় ৪০ হাজার গাছের চারা বিতরণ করা হয়।

ইউএনও শরীফ উল্যাহ বলেছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় হতে আমাদের দেশকে রক্ষা করতে হলে আমাদেরকে অবশ্যই পরিবেশ রক্ষায় সর্বোচ্চ মনোযোগ দিতে হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম,উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. শাহজাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাওন ভুঁইয়া, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তাবৃন্দ, মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিপুল সংখ্যক শিক্ষার্থী, বিভিন্ন এনজিও প্রতিনিধি, ব্যাংক কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে গাছের চারা গ্রহণ করেন।

(ঢাকাটাইমস১২জুলাই/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :