তৃতীয় ভারতীয় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেট অশ্বিনের

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৩ জুলাই ২০২৩, ১৪:৫২

ডমিনিকায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দলের। টেস্টের প্রথম দিনের খেলায় ক্যারিবিয়ানদের মাত্র ১৫০ রানের গুটিয়ে দিয়েছে ভারত। দলের হয়ে একাই পাঁচটি উইকেট নেন ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তাতেই হয়েছে এক অনন্য রেকর্ড। তৃতীয় ভারতীয় বোলার হিসেবে ৭০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন তিনি।

ইনিংসের আলযারি জোসেফকে আউট করার মাধ্যমেই আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ৭০০ উইকেটের মাইফফলক স্পর্শ করেন অশ্বিন।

ভারতের হয়ে তার আগে এই কীর্তি অর্জন করেছেন মাত্র দুইজন বোলার। প্রথমজন হলেন কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে। আর অন্যজন হলেন হরভজন সিং। কুম্বলের উইকেট সংখ্যা ৯৫৬টিও হরভজনের ৭১১টি। এখন অশ্বিনের উইকেট সংখ্যা ৭০২টি।

(ঢাকাটাইমস/১৩জুলাই/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :