বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে বিলের পানিতে ডুবে কিশোরের মৃত্যু

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জুলাই ২০২৩, ০৮:৫৯
অ- অ+

গাজীপুরের পূবাইলে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে বিলের পানিতে ডুবে শুভ মিয়া (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার মহানগরের ৪১ নং ওয়ার্ডের ছিকলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত ৯ টার দিকে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।

নিহত শুভ মিয়া পূবাইল থানাধীন সাতানিপাড়া এলাকার মো. খোকন মিয়ার ছেলে। সে স্থানীয় একটি গ্যারেজের কাজ করতো।

পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুর রহমান বলেন, বিকালে ছিকলিয়া এলাকায় বিলের পানিতে শুভ মিয়াসহ তিন বন্ধু সাঁতার কাটতে যায়। এক পর্যায়ে বিলের পানিতে ডুবে নিখোঁজ হয় শুভ মিয়া। সে সময় তার দুই বন্ধু শুভর পরিবারের লোকজনকে খবর দেয় এবং খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।

পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে রাত ৯টার দিকে শুভ মিয়ার লাশ উদ্ধার করে।

আরও পড়ুন: ইউটিউব দেখে বোমা তৈরির অভিযোগ, বিস্ফোরণে উড়ে গেছে তরুণের হাতের কবজি

পূবাইল থানার অফিসার ইনচার্জ‌‌ (ওসি) জাহিদুল ইসলাম জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(ঢাকাটাইমস/১৫জুলাই/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল নিখোঁজ ২ ভাইয়ের মরদেহ
তাপপ্রবাহ থেকে সুরক্ষিত থাকতে যেসব নির্দেশনা দিল স্বাস্থ্য অধিদপ্তর
ঢাকাসহ ৫৬ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আট জেলায় তীব্র
দাবা খেলা নিষিদ্ধ করলো আফগানিস্তান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা