চাঁদপুরের ছেংগারচর পৌরসভায় ভোটগ্রহণ চলছে, নারী ভোটারদের উপস্থিতি বেশি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে প্রথমবারের মতো ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার সকাল ৮টা থেকে পৌরসভার ১৬টি ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত।
সরেজমিনে দেখা যায়, সকাল সাড়ে ৯টায় ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শত শত নারী ভোটার লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। তবে ইভিএম পদ্ধতিতে এই প্রথম ভোটগ্রহণ হওয়ার কারণে ভোট দিতে কিছুটা বিলম্ব হয়। সকাল থেকে প্রতিটি ভোটকেন্দ্রে পুরুষ ভোটারের চাইতে নারী ভোটারের সংখ্যা বেশি দেখা গেছে।
নারী ভোটার রোকেয়া বেগম জানান, তিনি দুই ঘন্টা আগে লাইনে এসে দাঁড়িয়েছেন। বাসায় ছোট বাচ্চাদের রেখে এসেছেন। আরো এক ঘন্টা অপেক্ষা করে দেখবেন, যদি ভোট দিতে পারেন দেবেন, না হলে চলে যাবেন।
এই ভোটকেন্দ্রে বেশ কয়েকজন বয়স্ক নারী-পুরুষ ভোটারকে ভোট দিতে দেখা গেছে। স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় এই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট দেন।
ছেংগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. শাহজাহান ঢাকা টাইমসকে জানান, সকাল আটটা থেকেই কেন্দ্রে বিপুল ভোটারের উপস্থিতি দেখা গেছে। এই কেন্দ্রে ভোটার সংখ্যা ২০৬৩ জন। পাশের উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটার সংখ্যা ২০৩০ জন। আশা করি নির্দিষ্ট সময়ের পূর্বেই ভোটগ্রহণ সম্পন্ন হবে।
আরও পড়ুন: জয়পুরহাটে বড়াইল ইউপি নির্বাচনে ভোটগ্রহণ চলছে
এই পৌরসভা নির্বাচনে মেয়র পদে চারজন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর ভোটার সংখ্যা ৩৩ হাজার ৩শ ৩৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ২ জন এবং নারী ভোটার ১৬ হাজার ৩শ ৩৪ জন।
(ঢাকাটাইমস/১৭জুলাই/এসএম)

মন্তব্য করুন