বার্লিনে জার্মান আ. লীগের গণসংবর্ধনা ও পরিচিতি সভা

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জুলাই ২০২৩, ১৫:৫১| আপডেট : ২০ জুলাই ২০২৩, ১৫:৫৭
অ- অ+

সাবেক নৌ পরিববহনমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য মাদারীপুর-২ আসনের সাংসদ শাজাহান খান ও টাঙ্গাইল-২ আসনের সাংসদ তানভীর হাসান ছোট মনিরকে গণসংবর্ধনা দিয়েছে জার্মান আওয়ামী লীগ।

বুধবার বার্লিনে জার্মান আওয়ামী লীগের দেওয়া এই গণসংবর্ধনা ও সংগঠনের নেতাকর্মীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে শাজাহান খান বলেন, নির্বাচনের আগে দেশে সহিংসতা, অরাজক পরিস্থিতির সৃষ্টি আর দেশি-বিদেশি ষড়যন্ত্রের জাল বুনে বিএনপি জামাত আবারো ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে চায়।

জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খানের সভাপতিত্বে ও নূরজাহান খান নূরীর উপস্থাপনায় সভার বিশেষ অতিথি ও প্রধান বক্তা টাঙ্গাইল ২ আসনের সাংসদ তানভীর হাসান ছোট মনির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের নিয়ে সবসময় গর্ব করেন। এসময় দেশের উন্নয়নে প্রবাসীদের অংশগ্রহণে আরো এগিয়ে আসার আহবান জানান তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, আনোয়ারুল কবীর চৌধুরী, আব্দুল মালেক, সিরাজুল ইসলাম, সুর্য কান্ত ঘোষ, মাসুদুর রহমান মাসুদ, নুরে আলম সিদ্দিকী রুবেল, সেলিম ভুঁইয়া, ফারুক খান, রেদোয়ান রনিসহ দলের অনান্য নেতৃবৃন্দ। এসময় সংগঠনে সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বকুল প্রধান অতিথি শাহজাহান খানের সাথে সংগঠনের নেতাকর্মীদের পরিচয় করিয়ে দেন। সভায় দেশটির বিভিন্ন প্রদেশের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের প্রবাসীরা উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে প্রবাসী শিল্পীদের অনবদ্য পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

(ঢাকাটাইমস/২০জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা