গোপালগঞ্জে অ্যাম্বুলেন্স মালিক সমিতির নেতাকে কুপিয়ে আহত

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জুলাই ২০২৩, ০৮:৪৪| আপডেট : ২২ জুলাই ২০২৩, ১১:০০
অ- অ+

গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে অ্যাম্বুলেন্স মালিক সমিতির সহ-সভাপতি হাজী কাবুলকে (৪৫) কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন।

শুক্রবার রাতে সদর উপজেলার চর সোনাকুড় শ্মশান ব্রিজের কাছে হামলার শিকার হন তিনি।

আহত হাজী কাবুল গোপালগঞ্জ সদর উপজেলার মিয়াবাড়ী এলাকার মৃত নাছির মিয়ার ছেলে।

পুলিশ জানায়, সদর উপজেলার মিয়াবাড়ী ও চর সোনাকুড় দুই এলাকার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি মিয়াবাড়ী এলাকার টুলু মিয়ার ছেলে হাসিব মিয়াকে কুপিয়ে আহত করে চর সোনাকুড়ের লোকজন। পরবর্তীতে মিয়াবাড়ীর লোকজন চর সোনাকুড়ের ইমদাদ শেখকে শহরের কোর্ট এলাকা থেকে কুপিয়ে আহত করে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় ও মামলা হয়।

এর জের ধরে শুক্রবার রাতে অ্যাম্বুলেন্স মালিক সমিতির সহ-সভাপতি মিয়াবাড়ী এলাকার হাজী কাবুলকে কুপিয়ে মাথায় ও কানে মারাত্মক আহত করে চর সোনাকুড়ের লোকজন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য হাজী কাবুলকে ঢাকা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: চাঁদপুরে বসতঘরে আগুনে পুড়ে প্রতিবন্ধী কিশোরের মৃত্যু

এ ঘটনার পরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(ঢাকাটাইমস/২২জুলাই/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুর্নীতির অভিযোগ: পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক
স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র মোকাবিলায় নির্বাচিত সরকার প্রয়োজন: লায়ন ফারুক
মানুষ চায় জনগণের সরকার: আমিনুল হক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল: সাম্প্রতিক জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানা ও প্রাসঙ্গিক কিছু প্রশ্ন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা