দেশের উন্নয়ন যখন বিশ্বের কাছে প্রশংসিত, তখনই অপশক্তিরা ঐক্যবদ্ধ: এমপি দুর্জয়

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জুলাই ২০২৩, ২২:১৬

বাংলাদেশের উন্নয়ন যখন সারা বিশ্বের কাছে প্রশংসিত হচ্ছে তখনই সেই উন্নয়ন ও অগ্রযাত্রাকে রোধ করার জন্য অপশক্তি আবারো ঐক্যবদ্ধ হচ্ছে বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ. এম নাঈমুর রহমান দুর্জয়।

রবিবার বিকালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিএনপির অগ্নি-সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও সহিংস ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে দৌলতপুর দলীয় কার্যালয়ের সামনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাঈমুর রহমান দুর্জয় বলেন, ‘আগামী নির্বাচন পর্যন্ত আমাদের প্রতিদিন যার যার এলাকায় যারা অগ্নি-সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি করতে পারে তাদের চিহ্নিত করে নজরদারিতে রাখতে হবে। যেখানেই তারা এমন কর্মকাণ্ড করার চেষ্টা করবে সেখানেই আমরা তাদেরকে প্রতিহত করবো। তারা বাংলাদেশে যেন পুনরায় অগ্নি-সন্ত্রাস করতে না পারে। আমরা প্রতিটি পাড়া মহল্লায় পাহাড়া বসাবো।’

এমপি দুর্জয় আরো বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী কালকে সারা পৃথিবীকে মানবতা দেখিয়েছেন কিভাবে বিএনপি’র আহত নেতৃবৃন্দকে সেবা করতে হয়, খোঁজ খবর নিতে হয়। বাংলাদেশের উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী বানাতে হবে। তাই নৌকা প্রতীককে বিজয়ী করার জন্য আগামী নির্বাচন পর্যন্ত সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করতে হবে।’

এসময় দৌলতপুর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার, উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ন কবির শাওন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাসির উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আতোয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির অগ্নি-সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও সহিংস ঘটনার প্রতিবাদে শিবালয় ও ঘিওর উপজেলায় বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ. এম নাঈমুর রহমান দুর্জয়।

(ঢাকাটাইমস/৩০জুলাই/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :