জামায়াতের নিবন্ধন ইস্যুতে আপিল শুনানি ১০ আগস্ট

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বিষয়ে আপিল শুনানি অনুষ্ঠিত হবে ১০ আগস্ট।
বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন।
আদালতের রায়ে নিবন্ধন বাতিল হওয়ার পর রাজনৈতিক কর্মসূচি পালন করে নিবন্ধন দাবি করায় জামায়াতের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয় শুনানির জন্যে কার্যতালিকায় ছিল আজ।
রিটকারী আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীর শুরুতেই বিষয়টি মেনশন করে আপিল বিভাগকে বলেন, মামলা কার্যতালিকায় থাকার মধ্যেই ৪ আগস্ট জামায়াত সমাবেশ করলে আদালত অবমাননা হবে। এ সময় আপিল বিভাগ বলেন আদালত অবমাননার আবেদন আনুন।
জামায়াতের রাজনৈতিক কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা চেয়ে এবং তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে গত ২৬ জুন আবেদন করেন মওলানা সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, মো. হুমায়ুন কবির ও ইমদাদুল হক নামে তিন ব্যক্তি।
জামায়াতের বিরুদ্ধে দুটি আবেদন করা হয়েছে জানিয়ে রিটকারী আইনজীবী ব্যারিস্টার তানিয়ার আমীর বলেন, ‘একটি হলো আদালত কর্তৃক নিবন্ধন বাতিল হওয়ার পর রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে সেই নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবি করেছে তারা, যা আদালত অবমাননার শামিল। আরেকটি হলো জামায়াতের ব্যানারে বা তাদের প্রতীক ব্যবহার করে রাজনৈতিক সব ধরনের কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।’
(ঢাকাটাইমস/০৩আগস্ট/এফএ)

মন্তব্য করুন