এক ঘন্টার বৃষ্টিতে ভৈরবের বঙ্গবন্ধু সরণিতে হাঁটু জল

এক ঘন্টার বৃষ্টিতে ভৈরবের প্রধান সড়ক বঙ্গবন্ধু সরণিতে জমে হাঁটু জল। যার ফলে সৃষ্টি হয় জনদুর্ভোগ। কিশোরগঞ্জ জেলার অন্যতম বাণিজ্যিক নগর হিসেবে খ্যাত ভৈরব উপজেলা। যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় পাশ্ববর্তী জেলাসহ বিভিন্ন এলাকার লোকজন ব্যবসাসহ বিভিন্ন কাজে ভৈরবে আসেন। যার ফলে জনবসতিপূর্ণ ও ব্যস্ত একটি শহর।
ভৈরবের অন্যতম ব্যস্ত সড়ক হল বঙ্গবন্ধু সরণি সড়ক। এই সড়কটি ব্যবহার করে প্রতিদিন কয়েক হাজার লোকজন যাতায়ত করে থাকে। কিন্তু সামান্য বৃষ্টিতেই সড়কটিতে জমে হাঁটু জল। যার ফলে সড়কে চলাচলে বিঘ্ন ঘটে। এতে শহরবাসীসহ বিভিন্ন এলাকা থেকে আগত যাত্রীরা চলাচলা ও মালামাল সরবরাহে নানান ভাবে সমস্যার সম্মুখিন হচ্ছেন।
ভৈরব উপজেলার আগানগর গ্রামের সফিকুল ইসলাম পেশায় একজন মুদি ব্যবসায়ী। তিনি প্রতি সপ্তাহে ভৈরব বাজার থেকে ব্যবসার মালমাল কিনতে আসেন। তিনি বাজার থেকে মুদি মাল কিনতে এসেছেন। তিনি বলেন, বঙ্গবন্ধু সরণির সড়কটি খুবই গুরুত্বপূর্ণ সড়ক। আমি প্রতি সপ্তাহেই মুদি মাল কিনে এই সড়কটি দিয়ে যাতায়ত করি। কিন্ত সামান্য বৃষ্টি হলেই সড়কে হাঁটু পানি জমে থাকে। যার ফলে গাড়িতে করে মালামাল নিতে জমে থাকা পানিতে ভিজে যায়। ফলে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।
পৌর শহরের ঘোড়াকান্দা এলাকার বাসিন্দা ব্যাটারি চালিত রিকশাচালক রাজ্জাক মিয়া বলেন, ভৈরব শহরে যদি এক ঘন্টা বৃষ্টি হয় তাহলে সড়কে হাঁটু পানি জমে যায়। জমে থাকা পানিতে যাত্রী নিয়ে চলাচল করলে রিকসার ব্যাটারিতে পানি ঢুকে নষ্ট হয়ে যায়। সড়কের পাশে থাকা ড্রেনের লাইনগুলিতে যদি খোলা থাকতো তাহলে বৃষ্টির পানি সরবরাহ ঠিকভাবে হতো সড়কে বৃষ্টির পানি আর জমে থাকতো না।
ভৈরব পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান মো. আল আমিন বলেন, ভৈরব শহরে অপরিকল্পিতভাবে জনবসতি গড়ে উঠায় বৃষ্টির পানি নিষ্কাশনে সমস্যা হচ্ছে। শহরে নতুন নতুন স্থাপনা ও বিল্ডি গড়ে উঠায় অবাধে ছোট বড় খাল বিল ভরাট হচ্ছে। যার ফলে শহরের পানি নিষ্কাশনে সঠিক ও সুষ্ঠু কোন ব্যবস্থা নেই। পূর্বে যেসব খাল বিল দিয়ে বৃষ্টির পানি নিষ্কাশন হতো সেসব জায়গায় এখন বড় বড় স্থাপনা গড়ে উঠেছে। তবে পৌর কর্তৃপক্ষ থেকে শহরের বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য দীর্ঘ মেয়াদি সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করার আহবান জানান তিনি।
এ বিষয়ে ভৈরব পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু জানান, ভৈরব শহরে অপরিকল্পিতভাবে ভবন ও বিভিন্ন স্থাপনা গড়ে উঠার কারণেই অসংখ্য খাল বিল অবাধে ভরাট হয়েছে। ফলে শহরের গুরুত্বপূর্ণ সড়কে সামান্য বৃষ্টি হলেই পানি জমে থাকে। সড়কে জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশনে সমস্যা হচ্ছে। তবে পৌর শহরের বৃষ্টির পানি সরানোর জন্য স্থায়ীভাবে সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।
(ঢাকাটাইমস/১১ আগস্ট/ ইএইচ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

নাটোরে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুললেন পলক, স্বতন্ত্র হিসেবে আবুল কালাম

কেন্দুয়ায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষ, নিহত ১

কেন্দুয়ায় আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা, দামে হতাশ

সিদ্ধিরগঞ্জে অর্ধকোটি টাকার মাদক ও ভারতীয় পণ্য জব্দ, আটক ২

কালীগঞ্জে আগুনে পুড়ল ৭টি বসতঘর, কোটি টাকার ক্ষতি

উপকূলে ৪ লাখ কৃষককে সেবা দিতে অর্ধশতাধিক কর্মকর্তার প্রশিক্ষণ

নীলফামারীর ডিমলায় ছেলের কোদালের কোপে বাবার মৃত্যু

জয়পুরহাটে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

চাঁদপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাচ্ছে মাধ্যমিকের নতুন বই
