চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে ৯ কেজি গাঁজাসহ আটক ২

চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে ৯ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে নৌ পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯টায় মাদক তাদেরকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
আটককৃতরা হলেন- পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার মিরু খালি গ্রামের মো. রুবেল হাওলাদার ও কুমিল্লা জেলার লাকসাম থানার কৈাঁয়ার গ্রামের মো. আরাফাত হোসেন।
জানা যায়, চাঁদপুর নৌ পুলিশ সুপার মো. কামরুজ্জামানের নির্দেশে ও নৌ থানার ওসি মো. কামরুজ্জামানের নেতৃত্বে চাঁদপুর লঞ্চঘাটে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে ৯ কেজি গাঁজাসহ মো. রুবেল হাওলাদার ও মো. আরাফাত হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে।
চাঁদপুর নৌ থানার ওসি মো. কামরুজ্জামান জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের প্রস্তুতি চলছে।
( ঢাকাটাইমস/ ১২ আগস্ট/ ইএইচ)

মন্তব্য করুন