একদিনে নলছিটি সমাজসেবা কার্যালয়ের তিন কর্মচারীকে বদলি

ঝালকাঠির নলছিটি সমাজসেবা কার্যালয়ের তিন কর্মচারীকে একদিনে পৃথক আদেশে অন্য উপজেলায় বদলি করা হয়েছে। বদলিকৃত কর্মচারীরা হলেন, কারিগরি প্রশিক্ষক মোসা. ফৌজিয়া খানম, মোসা. তাছলিমা বেগম, নৈশ প্রহরী মো. ফারুক হোসেন। অফিস বলছে এটা রুটিন মাফিক বদলি।
রবিবার দুপুরে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক শাহপার পারভীন স্বাক্ষরিত পৃথক অফিস আদেশ এ তথ্য জানা গেছে।
অপর দিকে অফিসে সুবিধা নিতে আসা এক নারীকে দিয়ে বাতাস করানোর অভিযোগের বিষয়ে অফিস সহকারী আ. মান্নানের কাছে ঘটনার বিস্তারিত জানতে ১ দিনের সময় দিয়ে কারন দর্শানোর নোটিশ দিয়েছি। তার জবাব পেলে আমি জেলা কর্মকর্তার কাছে অগ্রগতি করব।
এতে বলা হয়েছে, ওই তিন কর্মচারী ১৩ আগস্ট অব্যাহতি নিয়ে বদলিকৃত কর্মস্থল (ঝালকাঠি সদর উপজেলা) যোগদান করবেন। অন্যথায় ১৪ আগস্ট থেকে সরাসরি অব্যাহতি বলে গণ্য হবে। নলছিটি উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে নির্ধারিত তারিখের মধ্যে ওই তিন কর্মচারীকে অব্যাহতি প্রদানের জন্য অনুরোধ করা হলো।
খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি উপজেলা সমাজসেবা কার্যালয়ের ওই তিন কর্মচারীর নানা অনিয়ম ও দুর্নীতির বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ করেন একাধিক সেবাগ্রহীতা। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদেরকে বদলি করা হয়েছে।নলছিটি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোফাজ্জেল হোসেন বলেন, তারা ৩ জন অনেক বছর ধরেই এ অফিসে কর্মরত ছিল। প্রশাসনিক কারণেই তাদের রুটিন বদলি করা হয়েছে। আর আমি ছুটিতে থাকায় আ. মান্নানের বিষয়ে অবগত নই। তবে তাকে ১ দিনের কারণ দর্শানোর নেটিশ দিয়ে ঘটনার ব্যাখ্যা জানতে চেয়েছি।
(ঢাকাটাইমস/১৩আগস্ট/এআর)

মন্তব্য করুন