ছাত্রদলের ‘নিখোঁজ’ ৬ নেতাকে ‘অস্ত্রসহ’ গ্রেপ্তার দেখাল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১৩:০০ | প্রকাশিত : ২০ আগস্ট ২০২৩, ০৯:৩৫
ছবি প্রতীকী

রাজধানীর লালবাগে নাশকতা প্রস্তুতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও মহানগর ছাত্রদলের ছয় নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৩৭ রাউন্ড গুলি জব্দের দাবি করেছে পুলিশ।

শনিবার রাতে ডিএমপির মিডিয়া শাখা থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়। আজ রবিবার বেলা ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এর আগে নিখোঁজ হয়েছিলেন এই ছয় নেতা। বিএনপি নিখোঁজ ছাত্রদল নেতাদের পরিবারের কাছে ফেরত দেওয়ার দাবি জানায়। এর প্রায় ২৪ ঘণ্টা পর ছয় নেতাকে অস্ত্রসহ গ্রেপ্তার দেখাল ডিবি পুলিশ। ছাত্রদলের ওই নেতাদের বাসার নিচ থেকে নিখোঁজ হওয়ার দাবি করলেও আইনশৃংঙ্খলা বাহিনী তাদের লালবাগ মোড় থেকে অস্ত্রসহ গ্রেপ্তার দেখায়।

গ্রেপ্তার ছাত্রদলের নেতারা হলেন- জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসান, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, ঢাবি ছাত্রদলের সহ-সভাপতি হাসানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রিয়াদ, ঢাবির এফ রহমান হল শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দীন মোহাম্মদ।

এ বিষয়ে লালবাগ থানার ওসি এম. মুর্শেদ বলেন, সন্ধ্যায় লালবাগ রোড এলাকা থেকে তাদের অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তাদের নামে লালবাগ থানায় অস্ত্র আইনে একটি এবং বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে।

এর আগে শুক্রবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে বলেন, ‘শুক্রবার বেলা ১১টায় রাজধানীর আজিমপুরে নিজ বাসভবন থেকে বের হওয়ার পর ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসানকে পাওয়া যাচ্ছে না। তার বাসার সামনে গেলে তাকে পুলিশ তুলে নিয়ে যায়।’

এছাড়াও উল্লেখিত ছাত্রদল নেতাদের সাদা পোশাকধারী পুলিশ তুলে নিয়ে যায় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

(ঢাকাটাইমস/২০আগস্ট/এফএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দেশের জনগণ আজ ভয়াবহ পরিস্থিতি অতিক্রম করছে: রিজভী

উপজেলা নির্বাচন ঘিরে বিএনপি-আ.লীগে অস্বস্তি, মাঠপর্যায়ে কেন উপেক্ষিত দলীয় সিদ্ধান্ত

প্রয়াত নেতা পিন্টুর কবর জিয়ারতে বিএনপি নেতারা

ট্রেনভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার চেয়ে কমলাপুরে সিপিবির বিক্ষোভ

জনগণের কাছে হেরে যাওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিন: ফারুক

দেশের জনগণ আওয়ামী লীগকে মীরজাফর হিসেবে চিনবে: রিজভী

শাসকগোষ্ঠীর রক্তচক্ষুর কাছে গণমাধ্যম বারবার আত্মসমর্পন করেছে: বাংলাদেশ ন্যাপ

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শনিবার

কে এই মামুনুল হক? যেভাবে পান ব্যাপক পরিচিতি

হেফাজতের সাবেক নেতা মামুনুল হক কারামুক্ত

এই বিভাগের সব খবর

শিরোনাম :