বঙ্গবন্ধুকে বাঙালি জাতির মন থেকে নিশ্চিহ্ন করা যাবে না: আবুল কালাম আজাদ

পঁচাত্তরের ১৫ আগস্ট ঘাতকচক্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করলেও তাঁর নীতি ও আদর্শকে মুছে ফেলতে পারেনি বলে মন্তব্য করেছেন দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
তিনি বলেছেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জাতির পিতার নাম এ দেশের লাখো কোটি বাঙালির অন্তরে চির অমলিন, অক্ষয় হয়ে থাকবে। বঙ্গবন্ধুকে বাঙালি জাতির মন থেকে নিশ্চিহ্ন করা যাবে না।
শনিবার বিকালে উপজেলার সুলতানপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যাগে আয়োজিত বক্রিকান্দি উচ্চবিদ্যালয় মাঠে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোকসভায় তিনি এসব কথা বলেন।
বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর প্রচেষ্টার কথা স্মরণ করে আবুল কালাম আজাদ বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর নীতি ও আদর্শ বিশ্বব্যাপী স্বাধীনতাকামী মানুষের অধিকার আদায়ে এবং শোষণ-নির্যাতনের বিরুদ্ধে গণজাগরণে সবসময় অনুপ্রেরণা যোগাবে। বঙ্গবন্ধু এ দেশের লাখো-কোটি বাঙালিরই শুধু নয়, বিশ্বব্যাপী স্বাধীনতাকামী মানুষের জন্যও প্রেরণার চিরন্তন উৎস হয়ে থাকবেন।’
তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, এটি একটি ষড়যন্ত্র। একদল বিপথগামী সেনাসদস্য এ হত্যাকাণ্ড সংঘটিত করেছে। তবে জাতির পিতাকে খুনিচক্র হত্যা করতে সমর্থ হয় কিন্ত তাঁর আদর্শকে তারা হত্যা করতে পারেনি।’
সুলতানপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হুমায়ুন কবিরের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ফখরুল ইসলাম অনুষ্ঠানে সঞ্চালনা করেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. লুৎফুর রহমান বাবুল, বরকামতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.নুরুল ইসলাম, গুনাইঘর উত্তর ইউপি চেয়ারম্যান মোকবল হোসেন মুকুল, রসুলপুর ইউপি চেয়ারম্যান মো. শাহাজান সরকার, সুলতানপুর ইউপি সাবেক চেয়ারম্যান আব্দুর রব মাঝি, ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান মাসুদ, ভানী ইউপি চেয়ারম্যান হাজী জালাল উদ্দিন ভূঁইয়া।
স্বাগতিক বক্তব্য দেন সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আবু মুসলেম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন রাকিব, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ইমরান আরেফিন ইমু প্রমুখ।
(ঢাকাটাইমস/২৬আগস্ট/ডিএম)

মন্তব্য করুন