ভোলায় শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আটক ১

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ আগস্ট ২০২৩, ১৪:৪৩| আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ১৫:০৩
অ- অ+

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় যৌন নিপীড়ন চেষ্টার অভিযোগে মো. ইউসুফ খন্দকার নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার বিকালে তাকে উপজেলার কুতুবা ৪নং ওয়ার্ড থেকে আটক করা হয়।

সূত্রে জানা গেছে, উপজেলার কুতুবা ৪নং ওয়ার্ডের খন্দকার বাড়িতে শনিবার বিকালে দুইটি মেয়ে শিশু উঠানে খেলা করছিল, তাদেরকে মুড়ি দিবে বলে ঘরে নিয়ে যান ইউসুফ খন্দকার। ঘরে নিয়ে দরজা বন্ধ করে ছোট মেয়েটির হাতে চিরুনি ও আয়না দিয়ে খেলা করতে বলেন। আর আট বয়সী শিশুর মুখ চেড়ে ধরে যৌন নিপীড়নের চেষ্টা করে ইউসুফ। মেয়েটির চিৎকারে স্থানীয়রা এসে ইউসুফকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাকে থানা হেফাজতে নিয়ে যায়। রবিবার সকালে যৌন নিপীড়নের অভিযোগে তাকে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ইউসুফ খন্দকার উপজেলার কুতুবা ৪নং ওয়ার্ডের মৃত নজির আহমেদ খন্দকারের ছেলে। এদিকে মেয়েটির মা বাদী হয়ে যৌন নিপীড়নের অভিযোগ এনে বোরহানউদ্দিন থানায় মামলা দায়ের করেছেন।

বোরহানউদ্দিন থানার ওসি মো. মনির হোসেন মিয়া বলেন, স্থানীয়রা ইউসুফ খন্দকারকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে যৌন নিপীড়নের অভিযোগে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৭ আগস্ট/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে ১৪ জন আটক
ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল নিখোঁজ ২ ভাইয়ের মরদেহ
তাপপ্রবাহ থেকে সুরক্ষিত থাকতে যেসব নির্দেশনা দিল স্বাস্থ্য অধিদপ্তর
ঢাকাসহ ৫৬ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আট জেলায় তীব্র
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা