জামালপুরে স্ত্রী-শ্বশুর-শ্যালকের হাতে নির্যাতনের শিকার জামাই

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৬| আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৩২
অ- অ+

জামালপুরের মাদারগঞ্জে স্ত্রী, শ্বশুর, চাচা শ্বশুর ও দুই শ্যালকের বিরুদ্ধে মো. মহন তরফদার নামের এক ঘরজামাইকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মাদারগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার রাতে ভুক্তভোগী মহন তরফদার বাদী হয়ে অভিযুক্ত শ্যালক সিমান্ত আহমেদকে প্রধান আসামি করে স্ত্রী ও শ্বশুরসহ ৫ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন- ভুক্তভোগী মহন তরফদারের স্ত্রী মোছা. সিমু বেগম (২৭), শ্বশুর মো. টিক্কা মিয়া (৫৫), শ্যালক শিপন মিয়া (২৫) ও চাচা শ্বশুর মো. ভুট্টু মিয়া। এ ছাড়াও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

ভুক্তভোগী মহন তরফদার উপজেলার ভেলামারী গ্রামের নাছির তরফদারের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ৯ বছর আগে মোসলেমাবাদ গ্রামের টিক্কা মিয়ার মেয়ে সিমু বেগমের সাথে মহনের বিয়ে হয়। তাদের দুটি কন্যাসন্তান রয়েছে। গত ২ বছর ধরে মহন তরফদার তার শ্বশুরবাড়ি মোসলেমাবাদে বসবাস করছেন। সে সুবাধে তার আয়ের সকল অর্থ স্ত্রী ও শ্বশুরের কাছে জমা রাখতেন। কিছুদিন ধরে সেই অর্থ চাওয়া নিয়ে মহনের স্ত্রী ও শ্বশুরের সাথে মনোমালিন্য শুরু হয়। এক পর্যায়ে তারা মহনকে মারধর করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জাহিদুর রহমান জানান, মহন তরফদারের শরীরের তিনটি অংশে আমরা আঘাতের চিহ্ন পেয়েছি। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। অভিযুক্ত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে ভুক্তভোগী মহন তরফদার ও তার স্বজনরা।

এদিকে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

মামলার তদন্ত কর্মকর্তা ও মাদারগঞ্জ মডেল থানার এসআই শামীম আল মামুন বলেন, আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগিরই আসামিদেরকে গ্রেপ্তার করা হবে।

(ঢাকাটাইমস/০৩ সেপ্টেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল নিখোঁজ ২ ভাইয়ের মরদেহ
তাপপ্রবাহ থেকে সুরক্ষিত থাকতে যেসব নির্দেশনা দিল স্বাস্থ্য অধিদপ্তর
ঢাকাসহ ৫৬ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আট জেলায় তীব্র
দাবা খেলা নিষিদ্ধ করলো আফগানিস্তান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা