গফরগাঁওয়ে ধান ক্ষেতে মিলল তরুণীর পা!

ময়মনসিংহের গফরগাঁওয়ে আনুমানিক ১৭ বছর বয়সি এক তরুণীর অর্ধগলিত পা মিলেছে ধান ক্ষেতে। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যাকাণ্ড ঘটিয়ে মানবদেহের খণ্ডিত পা এই স্থানে ফেলে গেছে।
রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার গফরগাঁও-হোসেনপুর এশিয়ান হাইওয়ে রোডের ধামাইল ঢালীবাড়ি মোড়-সংলগ্ন এলাকার ধান ক্ষেতের পানি থেকে এ কাটা পা উদ্ধার করা হয়।
গফরগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন ও স্থানীয়রা জানান, উপজেলার গফরগাঁও-হোসেনপুর এশিয়ান হাইওয়ে রোডে ধামাইল ঢালীবাড়ি মোড়-সংলগ্ন এলাকা ধান ক্ষেতের পাশে দুটি বস্তা বাধা দেখতে পায় এলাকাবাসী ও পথচারীরা। পরে তাদের সন্দেহ হওয়ায় থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা দুটিতে বাসাবাড়ির ময়লা-আর্বজনা ছাড়া আর কিছুই পায়নি। তবে অদূরে এক তরুণীর অর্ধগলিত কাটা পা উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে এটি কোনো তরুণীর পা। যা গোড়ালির ওপর থেকে কাটা।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, উদ্ধার করা পায়ের সুরতহাল শেষে ডিএনএ টেস্টের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ধারণা করা হচ্ছে উদ্ধার করা পা ১৬/১৭ বছরের কোনো তরুণীর হবে।
(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/এআর)

মন্তব্য করুন